Mahakumbh Mela: মহাকুম্ভ মেলার থেকে কত টাকা আয় হলো? যোগী সরকারের তো পৌষমাস

Mahakumbh Mela: ১৪৪ বছর পর ফেল আয়োজিত হয়েছে মহাকুম্ভ মেলা। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে আয়োজিত এই কুম্ভ মেলাতে আসেনি এমন মানুষ খুঁজে পাওয়া যাবেনা। শুধু দেশের বিভিন্ন জায়গা থেকে নয় বিদেশ থেকেও বহু মানুষ এখানে এসে ভিড় জমিয়েছে। এই মহাকুম্ভ থেকেই যোগী সরকারের যা আয় হয়েছে সেই টাকার অংক বিরাট।জানেন টাকার পরিমান কত? আয়ের পরিমান ইতিমধ্যে ৩ লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে। মার্কিন ডলারর হিসাবে এই টাকার পরিমান ৩৬০ বিলিয়ন ডলার। ভারতের অন্যতম বড় ইভেন্ট ছিল এবারের মহাকুম্ভ মেলা। যোগী সরকার এই মেলার ফলে বহু টাকা নিজেদের ঘরে ঢুকিয়েছে।

মহাকুম্ভ (Mahakumbh Mela) আবার হবে ১৪৪ বছর পর। চলতি বছরের মেলা শুরু হয়েছে ১৩ই জানুয়ারি থেকে এবং এটি শেষ হবে ২৬শে ফেব্রুয়ারি। এবারের মহাকুম্ভ মেলাতে যাওয়ার সুযোগ হাতছাড়া করেনি সাধারণ মানুষ। বহু কষ্ট করেও মহাকুম্ভে গিয়ে পুণ্যস্নান সেরেছেন পুণ্যার্থীরা। প্রয়াগরাজের সর্বত্র তাই ভক্তদের ভিড়। টানা ৬ সপ্তাহ ধরে প্রচুর ভক্ত দেশ-বিদেশ থেকে এদেশে এসে ভিড় করেছেন। মহাকুম্ভের প্রভাব শুধুমাত্র মানুষের জীবনে পড়েনি সরাসরি পড়েছে যোগী সরকারের অর্থনীতিতেও।

সাধারণ মানুষ কল্পনাও করতে পারবে না মহাকুম্ভ মেলা (Mahakumbh Mela) থেকে স্থানীয় ব্যবসায়ীরা কত টাকা উপার্জন করেছে। এই মহাকুম্ভের দৌলতে স্থানীয় ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষের মুখে চওড়া হাসি। প্রয়াগরাজ জুড়ে ডেয়ারি শিল্প, ক্যালেন্ডার, পাটের ব্যাগ এবং স্যানিটারি সামগ্রী সবথেকে বেশি বিক্রি হয়েছে। এই ধরনের সামগ্রী সব থেকে বেশি বিক্রি হওয়ার কারণ হলো মহাকুম্ভ। এখনও পর্যন্ত ৪০ কোটির বেশি ভক্ত এবারের মহাকুম্ভে যোগ দিয়েছেন। খুব স্বাভাবিকভাবেই এর প্রভাব অর্থনীতিতে পড়বে এটাই কাম্য।

আরও পড়ুন: রেলের নিয়মে আসছে বদল, জেনারেল টিকিট কেটে ওঠা যাবে না যেকোন ট্রেনে

যোগী সরকার অনুমান করেছে যে চলতি বছরের মহাকুম্ভে (Mahakumbh Mela) ভক্তগণের সংখ্যা ছাড়িয়ে যেতে পারে ৬০ কোটি। সেখানে এই টাকার অঙ্ক প্রায় ৩ লক্ষ কোটিকে ছাড়িয়ে যাবে। মহাকুম্ভের ফলেই আগামী দিনে লাভের মুখ দেখতে চলেছে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের অর্থনীতিতে এর বিরাট প্রভাব পড়বে।

১৪৪ বছর পর আয়োজিত এই মেলাকে ঘিরে সাধারণ মানুষের উত্তেজনা রীতিমত তুঙ্গে। তাদের ব্যবসাও যথেষ্ট ভালো চলছে। খাবার, পরিবহন, পুজোর সামগ্রী, হাতের কাজের শিল্প, সাধারণ নিত্যপ্রয়োজনীয় জিনিসের বিক্রি আগের থেকে অনেক গুন বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি অযোধ্যা, বারাণসীর মতো জায়গাগুলিও ভক্তদের ঢল নামতে শুরু করেছে। তাই স্বাভাবিকভাবেই অর্থনীতি ফুলে ফেঁপে উঠবে উত্তরপ্রদেশ সরকারের। সাধারণ মানুষের যাতে কোনরকম সমস্যা না হয় তার জন্য প্রয়াগরাজ থেকে সরাসরি বাস করে এই স্থানগুলিতে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এই মেলার জন্যই উত্তরপ্রদেশ সরকার প্রয়াগরাজের উন্নতির জন্য ৭৫০০ কোটি টাকা খরচ করেছে। এখানে তৈরি করা হয়েছে ফ্লাইওভার, পাশাপাশি আন্ডারপাসগুলিও নতুন করে তৈরি করা হয়েছে।