Dog Chase Prevention: রাস্তায় কুকুর তাড়া করলে বাঁচবেন কীভাবে? রইল কার্যকরী টিপস!

Dog Chase Prevention: রাস্তায় বেরোলে এই প্রাণীটিকে ভয় পায় প্রায় সকল বয়সের মানুষই। কে সেই প্রাণী? সে হল কুকুর। বিশেষ করে যদি ভোরের দিকে বেরোনো হয় কিংবা বেশি রাত করে ফেরা হয় তাহলে তো আর কথাই নেই। একঝাঁক কুকুর এসে ঘিরে ধরবেই।

কুকুররা তাদের নিজস্ব এলাকায় ঘোরাফেরা করে। বেশির ভাগ সময় অচেনা লোকজনই শিকার হয় ঠিকই, তবে চেনা লোক দেখলেও অনেক সময় তেড়ে আসে কুকুর। হাতে খাবারের প্যাকেট ঝুলিয়ে নিয়ে গেলে বা অনেকসময় রাস্তায় দাঁড়িয়ে খাবার খেলে আপনার প্যাকেট বা খাবারের দিকেই চোখ যায় কুকুরের। সেই সময় কুকুরের তাড়া থেকে বাঁচতে কি কি করবেন জেনে নিন এই সহজ উপায়গুলি:

আরও পড়ুন: Offbeat Hill Stations: পরীক্ষার পর কোথায় যাবেন? দেশের এই ৫টি সুন্দর পাহাড়ি জায়গা দেখে নিন

প্রথমত কুকুর তাড়া করলে বা একসাথে সদলবলে ঘিরে ধরলে কখনোই দৌড়াতে যাবেন না। তাহলে আপনাকেই শিকার মনে করবে। সেই সময় রাস্তা থেকে একটা ছোট ইটের টুকরো তোলার ভান করে কুকুরদের লক্ষ করে। দেখবেন ভয়ে আসতে আসতে সব বাড়ি পালিয়েছে।

বাড়ি থেকে বেরোনোর সময় ব্যাগে একটা ছাতা আর টর্চ অবশ্যই রাখবেন। কুকুরের দল আপনার পিছু করলে ছাতা দিয়ে অথবা টর্চ এর আলো কুকুরের চোখে ফেলবেন। দেখবেন সেই চত্বরে আর ওদের খুঁজে পাবেন না। অনেকেই মনে করেন একসাথে অনেক কুকুর তাড়া করলে বা ঘিরে ধরলে হাতের সাতটি কর ধরা অত্যন্ত মঙ্গল। তাহলেই কুকুর আর কাছে ঘেঁষে না।

কুকুরকে ভয় পেয়ে সে আপনার পিছু নিচ্ছে কিনা তা দেখার জন্য বারবার পিছনে তাকাবেন না। বিশেষ করে কুকুরের চোখের দিকে তাকাবেন না। তাহলে সে ভয় পেয়ে আপনাকে কামরাতে উদ্যত হবে। আতঙ্কিত হবেন না। যে স্থানে কুকুরের সংখ্যা বেশি সে স্থান এড়িয়ে চলুন। আর যদি সেইসব স্থান এড়িয়ে চলতে না পারেন তবে এই সহজ উপায় গুলি মাথায় রাখুন।