বাড়িতে বসেই চালু করা যাবে SBI নেট ব্যাঙ্কিং, রইল পদ্ধতি

নিজস্ব প্রতিবেদন : বর্তমান যুগের সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে ডিজিটাল লেনদেন। ডিজিটাল এই লেনদেন বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে যেমন ইউপিআই, ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ইত্যাদির ব্যবহার বৃদ্ধি পাচ্ছে ঠিক তেমনি বৃদ্ধি পাচ্ছেন নেট ব্যাঙ্কিং। তবে এই নেট ব্যাঙ্কিং চালু করার ক্ষেত্রে বহু ব্যাংকের নিয়ম অনুসারে তাদের শাখাই দৌঁড়াতে হয়।

বর্তমান ব্যস্ততার যুগে ব্যাংকের শাখায় গিয়ে নেট ব্যাঙ্কিংয়ের জন্য আবেদন করা এবং চালু করার জন্য অনেকের কাছেই সময় খুব কম থাকে। এই পরিস্থিতিতে অনেকেই তাদের নেট ব্যাঙ্কিং চালু করাতে পারেন না। গ্রাহকদের এই অসুবিধার কথা মাথায় রেখে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এমন এক পদ্ধতি এনেছে যাতে বাড়িতে বসেই গ্রাহকরা তাদের নেট ব্যাঙ্কিং চালু করতে পারবেন।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নেট ব্যাঙ্কিং অন্যান্য ব্যাংকের তুলনায় অনেক উন্নত বলে দাবি করে থাকেন তাদের গ্রাহকরা। এই নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে গ্রাহকরা পাসবুক আপডেট, ফান্ড ট্রান্সফার, চেক বুক থেকে ক্রেডিট, ডেবিট কার্ড যাবতীয় পরিষেবা পেয়ে থাকেন। তবে বাড়িতে বসে নেট ব্যাঙ্কিং চালু করা গেলেও তা কেবলমাত্র সিঙ্গেল অ্যাকাউন্টের ক্ষেত্রে। দুজনের নামে যৌথভাবে অ্যাকাউন্ট থাকলে অবশ্যই ব্যাংকে যেতে হবে নেট ব্যাঙ্কিং চালু করার জন্য।

https://retail.onlinesbi.com/retail/newuserreg.htm ওয়েবসাইটটিতে গিয়ে গ্রাহকরা তাদের নেট ব্যাঙ্কিং চালু করতে পারবেন বাড়িতে বসেই অনলাইনে। এরপর ‘New User Registration/Activation’-এ অপশনে ক্লিক করতে হবে। যারা প্রথমবার নাম নথিভুক্ত করবেন তাদের ‘New User Registration’-এ ক্লিক করে ‘Next’ যাবতীয় তথ্য দিতে হবে।

এরপর আবেদনকারীদের ক্যাপচা কোড দিয়ে ‘Submit’-এ ক্লিক করতে হবে। এরপর রেজিস্টার্ড মোবাইল নম্বরে আসা OTP দিয়ে confirm option-এ ক্লিক করতে হবে। এরপরেই এটিএম কার্ড অপশন বেছে নিতে হবে এবং সাবমিট করে নেট ব্যাঙ্কিং চালু করা যাবে। এটিএম কার্ড না থাকলে ব্যাংকের শাখায় গিয়ে নেট ব্যাঙ্কিং চালু করাতে হবে।