কলকাতা টু মুম্বই পৌঁছাতে লাগবে মাত্র ৮০০ টাকা! ‘অমৃত ভারত’ এখন সময়ের অপেক্ষা

সময়ের সাথে পাল্লা দিয়ে ভারতীয় রেলের গতি ও সমগ্র উন্নতি দুইয়েরই সাক্ষী থাকছেন গোটা দেশের মানুষ। যাত্রীরা যাতে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারে সেই লক্ষ্যেই কাজ করে চলেছে রেল। সেই খাতে বরাদ্দের মাত্রাও তাক লাগিয়ে দিচ্ছে সকলকে। কোটি কোটি টাকা ব্যয়ে রেলের সমগ্র উন্নতিসাধনে মরিয়া কেন্দ্র। আর এবার রেলের যাত্রীদের জন্য অপেক্ষা করছে আরও এক বড় চমকের। মাত্র ৮০০ টাকার টিকিটে হাওড়া থেকে মুম্বই এবং চেন্নাই পৌঁছনোর সুবিধা আনছে ভারতীয় রেল।

নতুন অমৃত ভারত এক্সপ্রেসে মুম্বই যেতে সময় লাগবে প্রায় ৩০ ঘণ্টা, চেন্নাই পৌঁছাতে ২৬ ঘণ্টারও কম। রেল মন্ত্রকের পরিকল্পনা, ২০২৫–২৬ সালের মধ্যে গোটা দেশে ৫০টি অমৃত ভারত এক্সপ্রেস চালু করা হবে। সাধারণ যাত্রীদের কথা মাথায় রেখে তৈরি এই ননএসি ট্রেনগুলিতে সংরক্ষিত এবং অসংরক্ষিত, দুই ধরনের আসন থাকবে।

আরও পড়ুন: বিশ্ব ভ্রমণে বড় সুবিধা, ৫৮টি দেশে ভিসামুক্ত প্রবেশাধিকার পেল ভারতীয় পাসপোর্ট

রেল জানিয়েছে, ট্রেনের সর্বোচ্চ ভাড়া ৮০০ টাকার মধ্যে সীমিত রাখা হবে। যদিও এসি কোচ থাকবে না, তবে গতি হবে বন্দে ভারত এক্সপ্রেসের সমতুল্য ঘণ্টায় ১৩০ কিলোমিটার। যাত্রী পরিষেবা দ্রুততর করতে ইতিমধ্যেই দেশজুড়ে শুরু হয়েছে স্টিল ট্র্যাক বসানোর কাজ। বন্দে ভারত, তেজসের পরে এবার অমৃত ভারত এক্সপ্রেসও সেই গতির দৌড়ে যোগ দিতে চলেছে।

বর্তমানে হাওড়া থেকে মুম্বই ও চেন্নাইয়ের মধ্যে বেশ কিছু ট্রেন চলাচল করে। নতুন ট্রেন চালু হলে যাত্রীদের কম খরচে দ্রুত যাতায়াতের সুযোগ বাড়বে। রেলও প্রত্যাশা করছে, এতে আয় বাড়বে এবং পরিষেবা উন্নত হবে।