এবার প্রতিদিন হাওড়া থেকে মুম্বই ও আমেদাবাদ স্পেশাল ট্রেন, সিদ্ধান্ত রেলের

নিজস্ব প্রতিবেদন : আনলক পর্যায়ে এই প্রথম হাওড়া স্টেশন থেকে এত সংখ্যক ট্রেনের সংখ্যা বাড়ানো হলো ভারতীয় রেলের তরফ থেকে। ট্রেনের সংখ্যা বেড়েছে হাওড়া থেকে মুম্বই স্পেশাল এবং আমেদাবাদ স্পেশালের ক্ষেত্রে। হাওড়া থেকে মুম্বই স্পেশাল ট্রেন লকডাউনের পর যা সপ্তাহে তিনদিন চলতো, মঙ্গলবার থেকে তা প্রতিদিন চলবে। অন্যদিকে হাওড়া থেকে আমেদাবাদ যে একটি ত্রি-সাপ্তাহিক স্পেশাল ট্রেন ছিল, আগামী বুধবার থেকে তাও প্রতিদিন চলবে।

ট্রেনের সংখ্যা বৃদ্ধির বিষয়ে দক্ষিণ-পূর্ব রেলের উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, “লকডাউনের আগে পর্যন্ত এই দুটি রুটে ব্যাপক যাত্রী চাহিদা ছিল। যে কারণে আমরা লকডাউন এর পরবর্তী সময়ে এই দুটি রুটে প্রতিদিন ট্রেন চালানোর চেষ্টা করেছিলাম। কিন্তু রাজ্য সরকারের সম্মতি না থাকায় তা সম্ভব হয়নি।”

এর পাশাপাশি এই দুটি স্পেশাল ট্রেনের স্টেশন সংখ্যা বাড়ানো হয়েছে ভারতীয় রেলের তরফ থেকে। তবে সময় সূচির কোন রকম পরিবর্তন করা হয়নি। আগামী দিনে ট্রেন দুটি টাটানগর এবং চক্রধরপুরে থামবে।

০২৮০৯ মুম্বই থেকে হাওড়া স্পেশাল ট্রেন ও ০২৮১০ হাওড়া থেকে মুম্বই স্পেশাল ট্রেন প্রতিদিন চালানো হবে। অন্যদিকে প্রতিদিন চলবে ০২৮৩৪ হাওড়া থেকে আমেদাবাদ স্পেশাল ট্রেন ও ০২৮৩৩ আমেদাবাদ থেকে হাওড়া স্পেশাল ট্রেন।

লকডাউন পরবর্তী সময়ে ভারতে ইতিমধ্যেই ৩১০টি স্পেশাল ট্রেন চালু করা হয়েছে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরের মধ্যে যোগাযোগ রাখার জন্য। আর আগামী দিনে পুজোর মরশুমে আরও ২০০টি স্পেশাল ট্রেন চালানো হবে বলে জানানো হয়েছে ভারতীয় রেলের তরফ থেকে।