Bullet Train: দু’ঘন্টার সফরেই বুলেট ট্রেনে পৌঁছানো যাবে বারাণসী টু হাওড়া! কবে চালু হবে পরিষেবা?

সময়ের সাথে পাল্লা দিয়ে ভারতীয় রেল যোগাযোগ ব্যবস্থা এক অন্য মাত্রায় পৌঁছাচ্ছে। দেশের বুকে ছুটছে বন্দে ভারতের মতো সেমি হাইস্পিড ট্রেন। আবার গত মাসেই হাইড্রোজেন ট্রেনের ট্রায়াল রানও সম্পূর্ণ হয়েছে। রেল ব্যবস্থাকে উন্নতির শিখরে নিয়ে যেতে মরিয়া হয়ে উঠেছে ভারত সরকার। রেলকে ঢেলে সাজাতে দিনে দিনে বাড়ছে খরচের পরিমাণ, তবুও পিছু পা হচ্ছে না সরকার।

আর এরই মধ্যে ভারতীয় রেলের তরফে আরও এক উদ্যোগ সামনে এলো। দেশের বুকে এবার ছুটবে অত্যাধুনিক বুলেট ট্রেন। মহারাষ্ট্র থেকে গুজরাট পর্যন্ত দাপিয়ে বেড়াবে এই বুলেট ট্রেন। ইতিমধ্যেই শুরু হয়েছে রেল লাইন পাতার কাজ। বারাণসী থেকে পাটনা হয়ে হাওড়া পর্যন্ত চলাচল করবে এই বুলেট ট্রেন এমনটাই আশা করা হচ্ছে রেলের তরফে।

আরও পড়ুন: New RBI Notes: বাজারে নতুন ১০ ও ৫০০ টাকার নোট আনছে আরবিআই! পুরনো নোট কী তবে বাতিলের খাতায়?

রেলের সুত্র মারফত জানা গিয়েছে, বারাণসী থেকে হাওড়া প্রস্তাবিত ৭৬০ কিলোমিটার বুলেট ট্রেন লাইন যাবে বারাণসী, বক্সার, আরা, পাটনা, গয়া, ধানবাদ, আসানসোল, দুর্গাপুর, বর্ধমান ও হাওড়া। মাত্র ২ ঘণ্টায় এই গোটা যাত্রাপথ অতিক্রম করবে এই বুলেট ট্রেন। আবার ৭৬০ কিলোমিটার যাত্রাপথের মধ্যে ২৬০ কিলোমিটার হবে এলিভেটেড। বিহারে এলিভেটেড লাইনের পুরোটা তৈরি হবে।

রেলের এক সুত্র মারফত জানা গিয়েছে, ইতিমধ্যেই ওই যাত্রাপথের যাবতীয় সমীক্ষার কাজে হাত লাগানো হয়েছে রেলের তরফে। খুঁটিনাটি খতিয়ে দেখা হচ্ছে ডিটেলড প্রজেক্ট রিপোর্টে। বুলেট ট্রেনের লাইনের জন্য কতটা বড় জমির প্রয়োজন রয়েছে তাও খতিয়ে দেখা হচ্ছে রেলের তরফে। মনে করা হচ্ছে, ওই রুটে ট্রেন চলাচল করলে দুই রাজ্যের মধ্যে যোগাযোগ ব্যবস্থা যেমন উন্নত হবে ঠিক তেমনই পর্যটন শিল্পও এক নতুন দিশা দেখাবে।

এই যাত্রাপথে বুলেট ট্রেনের সর্বোচ্চ গতি হবে ৩৫০ কিলোমিটার। ৭৬০ কিমি যাত্রাপথ অত্যন্ত কম সময়ে, মাত্র ২ ঘন্টায় অতিক্রম করবে এই বুলেট ট্রেন। তবে কিছু মহল থেকে গুঞ্জন ভেসে আসছেন ২ ঘন্টার বদলে এই যাত্রায় সময় লাগতে পারে সাড়ে তিন ঘন্টাও। এখন ট্রেন চলাচল শুরু হলেই বোঝা যাবে ঠিক কত সময় লাগছে বারানসি-হাওড়ার যাত্রাপথ অতিক্রম করতে।

তবে আপাতত রেলের তরফে কোনও সঠিক তারিখ প্রকাশ্যে আসেনি যে কবে বারানসি- হাওড়া বুলেট ট্রেন চালু হবে। তবে একটি খবর ভেসে আসছে সুত্র মারফত যে যাত্রী পরিবহনের জন্য ২০২৭ সালের মধ্যেই ওই লাইন তৈরির কাজ শেষ হয়ে যাবে। কিছু মহল সূত্রে খবর আসছে যে বিহারে লাইনের জন্য সমীক্ষার যাবতীয় কাজ শেষ হয়ে গিয়েছে। এখন নজর থাকবে যাত্রী সুবিধার্থে কবে সমাপ্তির পথে পৌঁছায় সম্পূর্ণ কাজটি।