তৃণমূল কাউন্সিলরের চরিত্র নিয়ে টানাটানি! নিজের এলাকাতেই পোস্টার! থানায় ছুটলেন কাউন্সিলর

লাল্টু: তৃণমূল কাউন্সিলরের চরিত্র নিয়ে টানাটানি! তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে সরকারি কাজের ক্ষেত্রে স্বজনপোষণের অভিযোগ! আর এসবের পাল্টা হিসাবে এলাকায় পোস্টার দিয়ে চেয়ার থেকে টেনে হিঁচড়ে বাড়ি পৌঁছে দেওয়ার হুমকি। ঘটনা এতটাই মারাত্মক এবং কুরুচিকর যে তড়িঘড়ি ওই কাউন্সিলর থানায় গিয়ে অভিযোগ দায়ের করেছেন। যারা এই ধরনের পোস্টার লাগিয়েছেন তাদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন তিনি।

কাউন্সিলরের চরিত্র নিয়ে টানাটানি এবং স্বজনপোষণের এই সকল অভিযোগ দুবরাজপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শেখ নাজিরউদ্দিনের বিরুদ্ধে। তার বিরুদ্ধে যে পোস্টার দেওয়া হয়েছে তাতে এক যুবককে বিভিন্ন কাজ দেওয়ার অভিযোগ তোলা হয়েছে, এছাড়াও ওই যুবকের স্ত্রীর সঙ্গে তার বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে বলেও কুরুচিকর কথাবার্তা লেখা হয়েছে। আর এই ঘটনার প্রতিবাদেই তৃণমূল কাউন্সিলর শেখ নাজিরউদ্দিন দুবরাজপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের দাবি তুলেছেন।

আরও পড়ুন: চার তলা বাড়ির মালিক জিমে স্নান করে গাড়িতেই রাত কাটান! তিন বছরে সঞ্চয় করেছেন ১২ লক্ষ টাকা

এমন পোস্টারের পাল্টা হিসাবে ওই কাউন্সিলর শেখ নাজির উদ্দিন সমস্ত কিছু অস্বীকার করে নিজের স্বপক্ষে বক্তব্য রাখার পাশাপাশি যদি এই ধরনের অভিযোগ প্রমাণিত হয় তাহলে তিনি পদত্যাগ করবেন বলেও স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন।

অন্যদিকে দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পান্ডেও এই সকল সমস্ত অভিযোগ এবং কুরুচিকর দাবি সর্বই মিথ্যা বলেও দাবি করেছেন।

অন্যদিকে ঘটনার পরিপ্রেক্ষিতে দুবরাজপুর বিধানসভার বিজেপি বিধায়ক অনুপ কুমার সাহা জানিয়েছেন, নাজিরউদ্দিন সাহেব একজন বিতর্কিত মানুষ এবং বিভিন্ন সময় বিতর্কিত সব কাজকর্ম করে থাকেন। অন্যান্য সময় অন্যান্যরা নানান অভিযোগ আনলেও এবার দলেরই লোকেরা তার বিরুদ্ধে এই পোস্টার দিয়েছেন।