Jibankrishna Saha: এক কাঠা জমির দাম ৩০ লক্ষ টাকা, এমনই পাঁচ কাঠা জমির হদিস পাওয়া গেল বোলপুরে, যে জমি নিয়োগ দুর্নীতি কাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে দ্বিতীয় বারের জন্য গ্রেপ্তার হওয়া তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার। বোলপুরে ওই বিধায়কের শুধু জমি নয়, এর পাশাপাশি ফ্ল্যাট রয়েছে বলেও জানা যাচ্ছে।
বোলপুর শহরের প্রাণকেন্দ্র জামবুনি বাসস্ট্যান্ডের কাছে অবকাশ আবাসনের তৃতীয় তলায় একটি থ্রি-বিএইচকে ফ্ল্যাট রয়েছে জীবনকৃষ্ণ সাহার (Jibankrishna Saha)। পাশাপাশি, ওই ফ্ল্যাট সংলগ্ন পাঁচ কাঠা জমিও রয়েছে বলেই জানা গেছে।
২০১৬ সালে তিনি ফ্ল্যাটটি কেনেন এবং তখন থেকেই মাঝেমধ্যেই সেখানে আসেন। ওই একই বছরেই জমিটিও ক্রয় করেছিলেন তিনি। বর্তমানে ওই এলাকার বাজারদর অনুযায়ী জমির মূল্য প্রতি কাঠা প্রায় ৩০ লক্ষ টাকা। যদিও ক্রয়ের সময় জমিটির দাম ছিল প্রতি কাঠা ১২ থেকে ১৫ লক্ষ টাকার মধ্যে। তবে সূত্র মারফৎ না জানা যাচ্ছে তাতে, জমি ও ফ্ল্যাটটি জীবনকৃষ্ণ সাহা (Jibankrishna Saha) নিজের নামে না কিনে কিনেছেন স্ত্রী টগরি সাহার নামে।