Train News: আবারও ভোগান্তির আশঙ্কা! ১৯ দিন হাওড়া থেকে বাতিল হতে পারে একাধিক লোকাল ও এক্সপ্রেস ট্রেন

দক্ষিণবঙ্গের প্রাচীনতম রেল স্টেশন বলতে যে দুটি স্টেশনের কথা প্রথমেই মাথায় আসে তা হল হাওড়া ও শিয়ালদহ। ব্যস্ততম এই রেল স্টেশনগুলিতে রোজ হাজার হাজার যাত্রীর ভিড় লেগেই থাকে। তবে যাত্রীদের এবার পড়তে হবে অসুবিধার মুখে। ফের একবার যাত্রী ভোগান্তি। টানা ১৯ দিন হাওড়া-খড়গপুর লাইনে ব্যাহত থাকতে পারে রেল পরিষেবা। বাতিল হতে পারে দুই শতাধিক লোকাল ও একাধিক এক্সপ্রেস ট্রেন।

হাওড়া স্টেশন নিত্যযাত্রীদের রোজকার ভরসা। তবে দক্ষিণ পূর্ব রেলওয়ের খড়গপুর ডিভিশনের অধীন সাঁতরাগাছি স্টেশনকে আরও আধুনিক করার এছাড়া প্রি-ইন্টারলকিং ও ইন্টারলকিংয়ের কাজ হবে আগামী ৩০ এপ্রিল থেকে ১৮ মে পর্যন্ত। আর সেই কারণেই আগামী ৩০ এপ্রিল থেকে ১৮ মে পর্যন্ত খড়গপুর ডিভিশনের অধীন হাওড়া-খড়্গপুর লাইনে প্রায় দুই শতাধিক লোকাল ট্রেন ও প্রায় ২৭টি এক্সপ্রেস ট্রেন বাতিল করা হবে রেলের তরফে এমনটাই জানা গিয়েছে।

আরও পড়ুন: Barrackpore Metro Extension: দীর্ঘ প্রতীক্ষার অবসান! এবার ব্যারাকপুর রুটে জুড়ছে মেট্রো লাইন

এছাড়াও একাধিক ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্তকরণ ও সময় পরিবর্তন করা হয়েছে বলে বৃহস্পতিবার সন্ধ্যায় একটি প্রেস বিবৃতি জারি করে জানানো হয়েছে খড়গপুর ডিভিশনের সিনিয়র ডিসিএম-এর তরফে। বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে, ২ মে থেকে ১৮ মে-র মধ্যে প্রায় ২৭টি এক্সপ্রেস ট্রেন বাতিল করা হচ্ছে। সময়সীমাও পরিবর্তন করা হচ্ছে ১৫টি এক্সপ্রেস ট্রেনের ও লোকাল, এক্সপ্রেস মিলিয়ে প্রায় ২৪টি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হচ্ছে। এছাড়াও, ৩০ এপ্রিল থেকে ১৮ মে-র মধ্যে মোট ২১২টি লোকাল ট্রেন বাতিল করার কথা ঘোষণা করা হয়েছে।

১৭ মে ৫৮টি লোকাল ট্রেন বাতিল করা হবে। ৩ রা মে ২১টি, ৭ ই মে ১৯টি, ১১ই মে ৩৬টি ও ১৮ ই মে ৩২টি লোকাল ট্রেন বাতিল করা হচ্ছে। এই সময়কালের মধ্যে ১২, ১৩ ও ১৪ মে লোকাল ট্রেনের পরিষেবা স্বাভাবিক থাকবে বলে জানা গিয়েছে।

লোকাল ট্রেন বাতিলের দিনক্ষণ: ৩০ই এপ্রিলে ৪টি, ১লা মে- ৬টি, ২রা মে- ৩টি, ৩রা মে- ২১টি, ৫ই মে- ৪টি, ৬ই মে- ১টি, ৭ই মে- ১৯টি, ৮ মে-১টি, ৯ মে- ৬টি, ১০ মে- ৫টি, ১১ মে- ৩৬টি, ১২ , ১৩ ও ১৪ মে লোকাল ট্রেনের পরিষেবা স্বাভাবিক থাকবে। ১৫ মে ও ১৬ মে- ৮টি করে লোকাল ট্রেন বাতিল করা হবে। ১৭ মে- সর্বাধিক ৫৮টি লোকাল ট্রেন বাতিল করা হচ্ছে। ১৮ মে- ৩২টি লোকাল ট্রেন বাতিল করা হচ্ছে।