অবাক করা পাখি, ডানা ঝাপটাতেই গিরগিটির মতো বদলে যায় রং

নিজস্ব প্রতিবেদন : দিন দিন সোশ্যাল মিডিয়ার ব্যবহার বৃদ্ধি পাওয়ার ফলে প্রতিনিয়ত এমন এমন ভিডিও ভাইরাল হয় যেগুলি সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের নজর কাড়ে। নজর কাড়া এই সকল ভিডিওগুলির মধ্যে আবার পশু পাখিদের ভিডিও আলাদাভাবে নজর কাড়তে দেখা যায়। সেই রকমই এবার এমন একটি পাখির ভিডিও ভাইরাল হয়েছে যা রীতিমতো নজর কেড়েছে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের।

প্রাণীকূলের মধ্যে সময়ের সঙ্গে সঙ্গে রং বদলাতে দেখা যায় যে সকল প্রাণীদের মধ্যে তার মধ্যে একটি হলো গিরগিটি। এই প্রাণীর রং বদল সম্পর্কেই সাধারণ মানুষ বেশি পরিচিত। তবে কেবলমাত্র গিরগিটি রং বদল করতে পারে তা নয়, এছাড়াও আরও অনেক প্রাণী রয়েছে যারাও সময়ের সঙ্গে সঙ্গে রং বদল করতে পারে। সেইরকম ডানা ঝাপটাতেই রং বদল করার ক্ষমতা রয়েছে একটি পাখির।

সম্প্রতি সেই পাখিটিরই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়ার পর রীতিমতো ভাইরাল হয়ে যায়। ভাইরাল হওয়া ওই ভিডিওতে যেভাবে পাখিটিকে রং বদলাতে দেখা গিয়েছে তা রীতিমতো অবাক করেছে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের। সচরাচর এই ধরনের পাখির দেখা পাওয়া যায় নর্থ আমেরিকায়। এই পাখিটি হলো হামিংবার্ড প্রজাতির এবং এর নাম সুরাকাভ।

এই পাখিটি প্রতি সেকেন্ডে একবার করে পাখা ঝাপটে নিজের রং বদলানোর ক্ষমতা রাখে। সবচেয়ে বড় বিষয় হলো পাখিটি অত্যন্ত ছোট এবং এতটাই সুন্দর যে তা মুখে বলে বোঝানো যাবে না। এই পাখিটি মুহূর্তের মধ্যে নিজের পাখনার রং কখনো কমলা, কখনো গোলাপি, কখনো বেগুনি গোলাপী, কখনো আবার অন্য রঙের চেহারা নিতে পারে।

সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটি ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে, অদ্ভুত সুন্দর এই পাখিটি এক ব্যক্তির হাতের ওপর বসে রয়েছে এবং ঘনঘন নিজের ডানা ঝাপটাচ্ছে। এই এক একবার ডানা ঝাপটানোর সঙ্গে সঙ্গেই গায়ের রং বদলে যাচ্ছে।