Dubrajpur: বউ থাকতে অন্য মহিলার সঙ্গে… ধরা পড়তেই করুণ পরিণতি, এবার খেসারত দিচ্ছেন স্বামী

Dubrajpur: সদাইপুর থানার অন্তর্গত সগর গ্রামের রকিনা বিবির সঙ্গে বিয়ে হয়েছিল দুবরাজপুর থানার অন্তর্গত বোধ গ্রামের শেখ নইমুদ্দিনের। ২০১৮ সালে এই বিয়ের কিছু দিনের মধ্যেই রেকিনা টের পান তার স্বামীর সঙ্গে এলাকার এক মহিলা কাশিনা বিবির বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। এই ঘটনার প্রতিবাদ স্বরূপ রেকিনাকে প্রাণ দিতে হয়েছিল। আর সেই ঘটনার পর রেকিনার মা দুবরাজপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছিলেন।

অভিযোগ দায়ের করা হয়েছিল রেকিনার স্বামী শেখ নঈমউদ্দিন ও কাশীনা বিবির বিরুদ্ধে। পরবর্তীতে দুবরাজপুর (Dubrajpur) আদালতে তাদের মামলার শুনানি হলে অভিযুক্ত শেখ নইমুদ্দিন ২৯ জুলাই 2025 আদালতে হাজির হননি। পরে ওয়ারেন্ট বের করে দুবরাজপুর আদালত এবং তারপরই গত বৃহস্পতিবার আদালতে তাকে দোষী সাব্যস্ত করা হয়। যদিও এই ঘটনায় কাশিনার বিরুদ্ধে তোমার না পাওয়ার কারণে তাকে আদালত খালাস করে।

দোষী সাব্যস্ত হওয়ার পর শুক্রবার শেখ নইমুদ্দীনের সাজা ঘোষণা করে আদালত। আদালতের পক্ষ থেকে দোষী সাব্যস্ত হওয়া শেখ নইমুদ্দীনের বিরুদ্ধে ৩০২ ধারায় যাবজ্জীবন কারাদণ্ড এবং 10 হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে আরও এক বছরের জেল ধার্য করা হয়। অন্যদিকে ৩০৭ ধারায় পাঁচ বছরের কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে এক বছরের জেল। এর পাশাপাশি ৩২৬ ধারায় সাত বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের জেল। বউ থাকতে অন্য মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়া, প্রতিবাদ করাই বউকে গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে মেরে ফেলা, এসবের দোষের পরিপ্রেক্ষিতে এখন খেসারত দিতে হচ্ছে দোষী সাব্যস্ত শেখ নইমুদ্দীনকে।