২৮ বছর পর এমন বিরল সূর্যগ্রহণ! মহাজাগতিক এই ঘটনা কখন, কোথায় দেখা যাবে

নিজস্ব প্রতিবেদন : যে সকল মহাজাগতিক ঘটনা ঘটে থাকে তার মধ্যে অন্যতম হলো সূর্যগ্রহণ (Solar Eclipse) ও চন্দ্রগ্রহণ (Lunar Eclipse)। আবার এই দুটি মহাজগতি ঘটনার নিয়ে সাধারণ মানুষের কৌতূহলের কমতি নেই। পাশাপাশি এই দুই ঘটনার সঙ্গে জড়িয়ে রয়েছে নানান কুসংস্কার। সবকিছু মিলিয়ে মহাজাগতিক এই ঘটনা আরও মহারূপ নিয়ে থাকে।

২০২৩ সালের শুরুতেই এপ্রিল মাসের ২০ তারিখ এমনই একটি মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে চলেছে ভারত। ঐদিন ভারত ও প্রশান্ত মহাসাগরের কিছু অঞ্চলে একটি বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে। এইরকম বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা গিয়েছিল ১৯৯৫ সালের ২৪ অক্টোবর।

মূলত পূর্ণগ্রাস সূর্যগ্রহণ সেই সময় হয়ে থাকে যখন সূর্য, পৃথিবী ও চাঁদ সম্পূর্ণভাবে একই সরলরেখায় আসে। যে সময় চাঁদ সূর্য এবং পৃথিবীর মাঝখানে আসে। এমন মুহূর্তে চাঁদ সূর্যকে পুরোপুরি ভাবে ঢেকে দেয় এবং তার ফলেই পৃথিবী থেকে সূর্যকে দেখা যায় না। তখনই দিনের বেলায় নেমে আসে অন্ধকার আর হয় সূর্যগ্রহণ।

তবে আংশিক সূর্যগ্রহণ এবং পূর্ণগ্রাস সূর্যগ্রহণের মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে। মার্কিন মহাকাশ সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছে, চাঁদ যখন সূর্য ও পৃথিবীর মাঝখানে চলে যায় তখন সূর্যগ্রহণ হয়। এটি পৃথিবীতে একটি ছায়া ফেলে, যা কিছু এলাকায় সম্পূর্ণ বা আংশিকভাবে সূর্যালোককে দেখা যায়। কিন্তু পূর্ণগ্রাস সূর্যগ্রহণ একটু ভিন্ন। এতে সূর্য সম্পূর্ণভাবে ঢাকা পড়ে যায়।

২০ এপ্রিল যে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হবে সেই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ শুরু হবে ভারতীয় সময় হিসাবে সকাল ৭:০৪ মিনিটে। এই গ্রহণ চলবে দুপুর ১২:২৯ মিনিট পর্যন্ত। মোট পাঁচ ঘন্টা ২৪ মিনিট ধরে চলবে এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। জ্যোতির্বিদদের দাবি অনুযায়ী ১০০ বছরে এমন ঘটনা একবার ঘটে থাকে। এই সূর্যগ্রহণ ভারত থেকে অনায়াসে দেখা যাবে এবং ভারত ছাড়াও দেখা যাবে অ্যান্টার্কটিকা, থাইল্যান্ড, চিন, ব্রুনেই, সলোমন, ফিলিপিন্স, তাইওয়ান, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়ায়।