‘হায়দ্রাবাদ পুলিশ জিন্দাবাদ’, দেশজুড়ে অকাল দিওয়ালি, বীরভূমে মিষ্টি বিলি

অমরনাথ দত্ত ও হিমাদ্রি মণ্ডল : হায়দ্রাবাদে চিকিৎসক তরুণীকে ধর্ষণ করে খুনের ঘটনার পর দেশজুড়ে প্রতিবাদের আগুন জ্বলে উঠেছিল। কোথাও বিক্ষোভ, কোথাও বা মৌন মিছিল, কোথাও মোমবাতি মিছিল বের হয়।

আর আজ ভোর রাতে তেলেঙ্গানা পুলিশের এনকাউন্টারে নিহত হয় ধর্ষণ কাণ্ডে অভিযুক্ত চারজন। এই ঘটনা সংবাদমাধ্যমে প্রকাশিত হতেই দেশের বিভিন্ন প্রান্তের মানুষ রাস্তায় নেমে উল্লাস করেন। পাশাপাশি সমস্ত ধর্ষণকারীদের এই ভাবেই সাজা হওয়া উচিৎ এমনটাই দাবি তুলেছেন সাধারন মানুষ। ঘটনার জানাজানি হতেই জায়গায় জায়গায় শুরু হয় মিষ্টিমুখ করানো, উদ্যোগে সামিল হন সাধারণ মানুষ স্কুল কলেজ পড়ুয়ারা। কোথাও পুলিশকে কোথাও আবার পথচলতি মানুষকে, বাদ যায়নি কেউ। এমন ছবি দেশের পাশাপাশি দেখা গেল বীরভূমের রাস্তাঘাটেও।

বীরভুমের বোলপুরে সাধারণ মানুষকে মিষ্টিমুখ করায় কলেজ পড়ুয়ারা। বীরভূমের সিউড়ির হাটজানবাজারে মহিলাদের উদ্যোগে পথচলতি মানুষকে খাওয়ানো হয় মিষ্টি। হাটজানবাজারে এক তরুণী জানাই, সমস্ত ধর্ষণকারীদের যেন এভাবেই শাস্তি দেয় পুলিশ। পাশাপাশি পুলিশ যেন সব সময় আমাদের সাথে এই ভাবেই থাকে। তাহলে আমরা নিরাপত্তা হীনতায় ভুগবো না। পাশাপাশি এই সকল পড়ুয়ারা হায়দ্রাবাদ পুলিশের জয়ধ্বনিতে মুখরিত হয়।