AC Temperature : গরমে এসি চালানোর সঠিক তাপমাত্রা জানুন, বিদ্যুৎ বিল থাকবে নিয়ন্ত্রণে

AC Temperature : হোলির পর থেকেই তাপমাত্রার পারদ চড়তে শুরু করেছে। বর্তমান দিনে তীব্র গরমের জ্বালা থেকে একটু স্বস্তি পেতে প্রায় সকলের বাড়িতেই এয়ার কন্ডিশনার রয়েছে। এসি আজকের দিনে আর বিলাসিতা নয়, বরং সাধারণ মানুষের কাছে প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। তাই গরমকালে এসির চাহিদাও থাকে প্রচুর।

তবে এসি ব্যবহারের ক্ষেত্রে প্রথমেই যে বিষয়টির দিকে চোখ পড়ে তা হল বিদ্যুতের বিল। অতিরিক্ত বিদ্যুত বিলের ভয়ে অনেকেই এসি কিনতে বা দীর্ঘ সময় ধরে চালাতে চায় না। তবে এই ভয় থেকে সহজেই মিলতে পারে ছুটকারা। ভাবছেন কিভাবে? যদি আপনি আপনার বহুমূল্যের এয়ার কন্ডিশনারটি নির্দিষ্ট একটি তাপমাত্রায় চালাতে পারেন তবে এসির বিল আর চাপ বাড়াবে না পকেটে।

গরমকাল শুরু হতেই অনেকে এয়ার কন্ডিশনার এর তাপমাত্রা নিজের ইচ্ছা মতো ১৮ বা ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চালিয়ে এসির হিমশীতল অনুভূতি উপভোগ করেন। অনেকে আবার নিজের ঘরে বসে কুলু মানালির ফিল নিতে এসির সর্বনিম্ন তাপমাত্রায় অর্থাৎ ১৬ ডিগ্রি সেলসিয়াসে তা চালিয়ে রাখে।

এইভাবে দিনের পর দিন ভুল তাপমাত্রায় এসিটি না চালিয়ে, বিদ্যুৎ বিল বাঁচাতে ও এসির কার্য ক্ষমতা ঠিক রাখতে একটি নির্দিষ্ট তাপমাত্রায় এসি চালান। ব্যুরো অফ এনার্জি এফিয়েন্স এর মত অনুযায়ী এসি চালানোর আদর্শ তাপমাত্রা হল ২৪ ডিগ্রি সেলসিয়াস। সাধারণত এই তাপমাত্রায় আপনার এসিটি চালালে বিদ্যুৎ বিলের ভয়ে আপনার পকেটে আর টান পড়বে না।

২৪ ডিগ্রি সেলসিয়াস থেকে এসির তাপমাত্রা যখন ১ ডিগ্রীও কমিয়ে দেওয়া হয় তখন প্রায় ৭ থেকে ১০ শতাংশ পর্যন্ত এসির বিল বাড়ার সম্ভাবনা থাকে। আর এভাবেই দ্রুত এসির বিল বাড়তে থাকে। তাই ২৪ ডিগ্রী বা তার ঊর্ধ্বে তাপমাত্রা সেট করলে বিদ্যুৎ বিল অনায়াসে কমে যাবে।