গ্যাসের সঙ্গে আধার লিঙ্ক করাতে গিয়ে টাকা চাইছে! টুক করে ফোন করুন এই নম্বরে

নিজস্ব প্রতিবেদন : কেন্দ্র সরকারের তরফ থেকে রান্নার গ্যাস কানেকশনের সঙ্গে আধার লিঙ্ক (LPG Biometric Update) করানোর নির্দেশ দেওয়া হয়েছে। যাদের আধার লিঙ্ক রয়েছে তাদের আবার রি-কেওয়াইসি অর্থাৎ বায়োমেট্রিক যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে। গ্রাহকদের কাছে সরাসরি এই নির্দেশ না এলেও এজেন্সিদের কাছে ইতিমধ্যেই এই নির্দেশ পৌঁছে গিয়েছে। সেই মতো এজেন্সিতে তরফ থেকে কাজ চালানো হচ্ছে।

রান্নার গ্যাস কানেকশনের সঙ্গে আধারের বায়োমেট্রিক আপডেট নিয়ে বেশ কয়েকদিন ধরেই বিভিন্ন ধরনের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে দেশের মানুষদের মধ্যে। কেননা এখনো পর্যন্ত যে সময়সীমা দেওয়া হয়েছে তা হল ৩১ ডিসেম্বর ২০২৩। আবার বলা হচ্ছে, নির্ধারিত এই সময়ের মধ্যে বায়োমেট্রিক আপডেট করানোর কাজ না করা হলে পাওয়া যাবে না ভর্তুকি।

ভর্তুকি যাতে বন্ধ না হয় তার জন্য গ্রাহকদের তরফ থেকে এজেন্সিদের সামনে লম্বা লাইন দিতে দেখা যাচ্ছে। শীতের এই মরশুমে ভোর থেকে বহু জায়গায় শত শত গ্রাহকরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকছেন। অনেক ক্ষেত্রে আবার লাইন দিয়ে দাঁড়িয়ে থেকেও লাভ হচ্ছে না। দীর্ঘক্ষণ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকার পর শেষ মুহূর্তে এসে দেখা যাচ্ছে লিংক ফেলিওর অথবা অন্য কোন সমস্যা চলে আসছে।

আরও পড়ুন 👉 এই একটি কাজ না করলে কোনভাবেই হবে না গ্যাসের বায়োমেট্রিক আপডেট, বন্ধ হয়ে যাবে ভর্তুকি!

রান্নার গ্যাস কানেকশনের সঙ্গে বায়োমেট্রিক আপডেট করানোর এমন বিভিন্ন সমস্যা ও মানুষের তাড়ার সুযোগকে কাজে লাগিয়ে বহু অসাধু ব্যবসায়ী টাকা পয়সা নেওয়ার ধান্দায় নিজেদের অসৎ কাজকর্ম শুরু করে দিয়েছেন। কোন জায়গায় লিঙ্ক করানোর জন্য ১৯০ টাকা আবার কোন জায়গায় ২০০ টাকা নেওয়া হচ্ছে। আবার কোন জায়গায় এজেন্সিতে তরফ থেকে রীতিমতো অন্যরকম ব্যবসা শুরু করে দেওয়া হয়েছে।

কেননা অনেক এজেন্সি লিঙ্ক করানোর জন্য গ্রাহকদের থেকে ৬০০ টাকা নিচ্ছেন এবং তার পরিবর্তে দিচ্ছেন একটি গেরুয়া রঙের পাইপ। এই গেরুয়া রঙের পাইপকে পোশাকি ভাষায় বলা হয় ঘোষ হোস। বলা হচ্ছে এই পাইপ দেওয়া হচ্ছে গ্রাহকদের সুরক্ষার জন্য। কিন্তু অনেকেই রয়েছেন যাদের বাড়িতে ইতিমধ্যেই নতুন পাইপ রয়েছে। তাদের কাছে নতুন পাইপ থাকা সত্ত্বেও ৬০০ টাকা দিয়ে আবার পাইপ নিতে হচ্ছে। আর সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, ব্যবসায়ীরা এইসব যে কাজ শুরু করেছেন তা কিন্তু কেন্দ্র অথবা কোন গ্যাস সরবরাহকারী সংস্থার তরফ থেকে বলা হয়নি। সুতরাং এইসব কাজ যারা করছেন তারা পুরোটাই বেআইনিভাবে করছেন। এই ধরনের কাজ যারা করছেন তাদের বিরুদ্ধে অনায়াসে অভিযোগ জমা দিতে পারেন। অভিযোগ জমা দেওয়ার জন্য আপনাকে টুক করে একটি নম্বরে ফোন করতে হবে আর সেই নম্বরটি হল ১৮০০২৩৩৩৫৫৫। এই নম্বরে ফোন করলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবে ইন্ডিয়ান অয়েল।