লকডাউন না মানলে নামানো হবে সশস্ত্র পুলিশ, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদন : করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকানোর বড় ওষুধ লকডাউন। আর তা মেনে নিয়েই এবার লকডাউন ভঙ্গকারীদের কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সময়ের সঙ্গে সঙ্গে গোটা দেশেই করোনা পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠছে। প্রতিদিনের করোনা সংক্রামিত পরিসংখ্যান দেখলেই দেখা যাচ্ছে গ্রাফ কখনোই নিম্নমুখী নয়। তবে বিশেষজ্ঞরা বারবার জানাচ্ছেন লকডাউনকে যথাযথ ভাবে সফল করতে পারলে এই গ্রাফ নিচের দিকে নামবে। যেমনটা করে দেখিয়েছে দেশের বেশকিছু জায়গা। আর এই পরিস্থিতিতে নবান্ন থেকে প্রতিদিনই রাজ্যের বাসিন্দাদের ওয়াকিবহাল করা হচ্ছে। জানানো হচ্ছে রাজ্যের হাল হকিকত। পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে মুখ্যসচিব সকলেই রাজ্যের বাসিন্দাদের বাড়িতে থাকার পরামর্শ দিচ্ছেন। শুক্রবার নবান্ন থেকে এই করোনা পরিস্থিতি নিয়ে একটি বৈঠক হয় ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুখ্যমন্ত্রীর সাথে রাজ্যের জেলার জেলাশাসক ও পুলিশ সুপারদের।

আর এই বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাওড়া জেলার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জানান, “সামাজিক দূরত্ব মেনে চলতেই হবে। মেলামেশা, আড্ডা একেবারেই বন্ধ। বাজারগুলিতে স্যানিটাইজার ও মাস্ক ব্যবহার করতে হবে। মাস্ক না পড়ে কেউ বাজারে এলে তাকে যেন ঢুকতে না দেওয়া হয়। একটি দোকানে ৫ জনের বেশি কাউকে দাঁড়াতে দিলে হবেনা। এসব নিয়ম কঠোরভাবে মেনে চলতে হবে।”

হাওড়ার পাশাপাশি মুখ্যমন্ত্রী এদিন উত্তর ২৪ পরগনা জেলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এই জেলাটিও বর্তমানের রেড জোনের অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়াও এদিন তিনি উত্তরবঙ্গে সীমানা ও সীমান্ত লাগোয়া জেলা আলিপুরদুয়ার, দুই দিনাজপুর, কোচবিহারের জেলাশাসকদেরও সতর্ক করে দেন। আর শিলিগুড়িতেও আলাদাভাবে নজরদারি চালাতে বলেন।

এই সকল উদ্বেগ প্রকাশের পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন লকডাউনকে কঠোরভাবে পালন করতে হবে বলেও জানান। আর তা না হলে গোষ্ঠী সংক্রমণের আশঙ্কা রয়েছে। লকডাউন ভঙ্গকারীদের কড়া বার্তা দিয়ে তিনি বলেন, ঠিকমতো লকডাউন না মানলে নামানো হবে সশস্ত্র পুলিশ বাহিনী। বিশেষ করে রেড জোনগুলির ক্ষেত্রে।