Illegal Coal: মুদিখানার আড়ালে খড় ঢাকা দিয়ে চলছিল কয়লার কারবার! সাদা পোশাকে পুলিশ যেতেই খেল খতম

লাল্টু: মুদিখানার দোকানের আড়ালে সে কি কারবার! মুদিখানার দোকানে নিত্যপ্রয়োজনীয় জিনিসের আড়ালে মজুত টন টন কয়লা। পুলিশ সাদা পোশাকে ওই দোকানে হানা দিতেই এমন ঘটনা সামনে আসে, আর ওই বিপুল পরিমাণ মজুত কয়লা দেখে পুলিশেরও রীতিমতো চক্ষু চরক গাছ হয়ে যায়।

এমন ঘটনাটি ঘটেছে বীরভূম ঝাড়খন্ড সীমান্ত এলাকায় থাকা বীরভূমের লোকপুর থানার অন্তর্গত জাহিদপুর গ্রামে। ওই গ্রামে ঝাড়খণ্ডের বাসিন্দা জগন্নাথ গোপ একটি মুদিখানার দোকান চালান। মুদিখানার দোকানের পাশাপাশি তার সেখানে বেশ কয়েকটি রুম এবং বেশ কিছুটা ফাঁকা জায়গা রয়েছে। সেই সকল রুম এবং ফাঁকা জায়গাতেই কয়লার কারবার চালাতেন জগন্নাথ গোপ।

আরও পড়ুন: Dubrajpur Toto: এপ্রিল থেকে দুবরাজপুরে টোটো চালানোয় নতুন নিয়ম জারি দুবরাজপুর পৌরসভার

জগন্নাথ গোপের এইভাবে অবৈধ কয়লা কারবারের বিষয়টি লোকপুর থানার পুলিশ জানতে পারে। আর এরপর শনিবার সন্ধ্যায় লোকপুর থানার ওসি পার্থ কুমার ঘোষ সাদা পোশাকে ওই দোকানে পৌঁছান। অন্যদিকে অন্যান্য পুলিশ কর্মীরাও ওই দোকানের চারদিক ঘিরে ফেলে। এমন অবস্থায় লোকপুর থানার ওসি ওই দোকানের মালিকের সঙ্গে গল্প শুরু করেন এবং পুরো কারবার জানার চেষ্টা করেন।

ওই মুদিখানার দোকানের মালিকের সঙ্গে গল্প করতে করতে লোকপুর থানার ওসি মুদিখানার দোকানের পিছনের খামারে গিয়ে দেখেন বিপুল পরিমাণে অবৈধ কয়লা খড় দিয়ে চাপা রাখা হয়েছে। এর পাশাপাশি মুদিখানার দোকানের পাশের রুমগুলিতে গিয়েও দেখেন সেখানেও প্রচুর অবৈধ কয়লা মজুত রয়েছে। এসব দেখে দোকানের মালিক জগন্নাথ গোপকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হয়।

এর পাশাপাশি উদ্ধার হওয়া অবৈধ ওই কয়লা জেসিবি, ট্রাক্টর এবং লেবার দিয়ে তুলে নিয়ে যাওয়া হয়। পুরুষ সূত্রে যা জানা গিয়েছে, ওই দোকানে প্রায় ২০ টন অবৈধ কয়লা মজুত রেখে কারবার চালাচ্ছিলেন ওই ব্যবসায়ী জগন্নাথ গোপ।