মাসে ৭০-৭৫ লক্ষ টাকা বেআইনি টোল আদায় শাসকদলের, অনুপমের অভিযোগে সরগরম সোশ্যাল মিডিয়া

নিজস্ব প্রতিবেদন : সোশ্যাল মিডিয়ায় শাসকদলের বিরুদ্ধে একের পর এক অভিযোগ শানিয়ে সংবাদের শিরোনামে বীরভুমের বোলপুর লোকসভার প্রাক্তন সাংসদ অনুপম হাজরা। তাঁর একের পর এক অভিযোগে যখন সরগরম সোশ্যাল মিডিয়া, তখনই তাঁর শাসকদলের বিরুদ্ধে বেআইনি টোল আদায়ের অভিযোগ মাথায় হাত ফেলেছে সোশ্যাল মিডিয়ার নেটিজেনদের।

তাঁর অভিযোগ, বোলপুর থেকে বর্ধমান যেতে অজয় নদের উপর রয়েছে অবন সেতু। যা দিয়ে দিনে প্রায় হাজারের বেশি ছোটো বড় গাড়ি যায়। সেতুটি ২ বি জাতীয় সড়কের উপর। সেতুতে ওঠার আগেই একটি টোল আদায়ের ঘর আছে। সেখান থেকে জেলা পরিষদের রসিদে গাড়ি পিছু ১০ টাকা, ১৫ টাকা, ২০ টাকা কিছুক্ষেত্রে আবার ৩০ টাকা, ৫০ টাকা, ৭৫ টাকা পর্যন্তও নেওয়া হয়। হিসেব করলে দেখা যায়, দিনে প্রায় ২.৫ লক্ষ টাকার টোল আদায় হয়। মাসে যা গিয়ে দাঁড়ায় ৭০-৭৫ লাখ টাকায়। কিন্তু, এই টাকা কোন খাতে জমা পড়ছে!

তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “…রাজ্যের শাসক দলের অনুপ্রেরণায়…!!!
2B জাতীয় সড়ক থেকে সম্পূর্ণ বেআইনি ভাবে টোল আদায় করছে বীরভূম জেলা পরিষদ। জাতীয় সড়কে টোল আদায় করার কোন এক্তিয়ার নেই জেলা পরিষদের। বোলপুর থেকে বর্ধমান যেতে অজয় নদের উপর অবন সেতুর আগে রীতিমতো নিয়ম বহিঃভূত ভাবে টোল আদায় হচ্ছে। দিনে ১০০০ বেশি ছোট বড় গাড়ি যায়। গড়ে দিনে আড়াই লক্ষ টাকা টোল আদায় হয়, যা মাসে দাঁড়ায় ৭০ থেকে ৭৫ লক্ষ টাকা। কিন্তু প্রশ্ন, কোন খাতে জমা পড়ে এই টাকা !!!???”

নিয়ম বলছে, জাতীয় সড়কের উপর টোল আদায় করার এক্তিয়ার নেই জেলা পরিষদের। যা নিয়ে নির্দিষ্ট নির্দেশিকাও দেওয়া হয়েছে জেলা প্রশাসনের তরফে। কিন্তু জেলাশাসকের সেই নির্দেশিকাকে অমান্য করেই নিয়ম বহির্ভূতভাবে ২বি জাতীয় সড়কের উপর চলছে টোল আদায়৷ আর অভিযোগ এই কাজের সঙ্গে যুক্ত রয়েছেন বীরভূম জেলা পরিষদের কর্মীরা।

জেলা পরিষদের রসিদে আদায়কৃত অর্থ কোন খাতে জমা পড়ছে, তা নিয়ে প্রশ্ন করা হলেও টোল আদায় কেন্দ্র ছেড়ে পালাচ্ছেন কর্মীরা , মেলেনি কোনও সদুত্তরও বলে দাবি একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমেরও।