ফের একবার বীরভূমের নাম দেশের কোনায় কোনায় ছড়িয়ে পড়ল। ফের একবার দেশের বিভিন্ন প্রান্তে বীরভূমের নাম মুখে মুখে উচ্চারিত হবে। এমনটা সম্ভব হয়েছে মূলত এক যুবকের দৌলতে।
যে যুবক ২০২৪ সালের ইউপিএসসির ন্যাশনাল ডিফেন্স একাডেমীর পরীক্ষায় দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। ওই যুবকের এমন ফলাফলের ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় টুইট করে গর্ববোধ করেছেন। রাজ্য থেকে এর আগে এই ধরনের পরীক্ষায় কেউ প্রথম স্থান অধিকার করেননি বলেও জানা গিয়েছে।
আরও পড়ুন: Rohit Sharma: ফর্মে নেই রোহিত, রানে ফেরার দাওয়াই দিলেন এই প্রাক্তন
যে যুবক এমন কীর্তি করে বীরভূমের নাম দেশের কোনায় কোনায় ছড়িয়ে দিয়েছে, যে যুবকের এমন সাফল্যে ফের একবার বীরভূমের নাম গৌরবজ্জ্বল হল, সেই যুবক হল ইমন ঘোষ। ইমন ঘোষ বীরভূমের প্রত্যন্ত ঝিনাইপুর এলাকার বাসিন্দা। তার বাবা একজন অবসরপ্রাপ্ত আর্মি হাবিলদার।
তার বাবা উজ্জ্বল কুমার ঘোষ জানিয়েছেন, ছোট থেকেই বিভিন্ন সময় ভারতীয় সেনার একাধিক বীর সেনাদের সান্নিধ্য ইমন পেয়েছিল এবং তখন থেকেই তার মধ্যেও ভারতীয় সেনা সম্পর্কে ধারণা পেয়েছে ও অনুপ্রাণিত হয়েছে। তার ছেলের এমন সাফল্যে তিনি আনন্দে আত্মহারা।
ছেলের সাফল্যে একইভাবে আনন্দে আত্মহারা মা গার্গী ঘোষও। পাশাপাশি আনন্দে আত্মহারা গ্রামের বাসিন্দারাও। একইভাবে তার এমন সাফল্যে গর্বিত গোটা জেলা। যদিও ইমন এখন গ্রামে নেই, সে এখন রয়েছে পুনেতে।