ফুটবল মাঠের ভিতর দিয়েই ছুটছে ট্রেন, ভিডিও না দেখলে বিশ্বাস হবে না

নিজস্ব প্রতিবেদন : বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে নানান ধরনের আজব জিনিস দেখা যায় সোশ্যাল মিডিয়ায়। এমন এমন কিছু জিনিস সোশ্যাল মিডিয়ায় নজরে আসে যেগুলি কোনদিন আমাদের বিশ্বাস নাও হতে পারে। তবে সোশ্যাল মিডিয়ার দৌলতেই সেই সকল অবিশ্বাস্য জিনিসগুলি সামনে ফুটে উঠছে।

ঠিক সেই রকমই সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হতে দেখা গিয়েছে, যাতে দেখা যাচ্ছে একটি ফুটবল মাঠের ভিতর দিয়ে ছুটে চলেছে ট্রেন। বিষয়টি অবাস্তব মনে হলেও এর অবশ্যই বাস্তবতা রয়েছে এবং একটি দেশে এইরকমই একটি মাঠ রয়েছে, যেখানে একদিকে চলে ফুটবল খেলা আর অন্যদিকে ছুটে চলে ট্রেন। এই রেল পথটি বিশ্বের অদ্ভুত রেলপথ হওয়ার পাশাপাশি মাঠটিও বিশ্বের অদ্ভুত মাঠ।

তবে এই রেলপথ দিয়ে স্টিম ইঞ্জিনের ট্রেন যাতায়াত করে। যে কারণে এই মাঠের ভিতর দিয়ে ট্রেন চলাচলের সময় তা অদ্ভুত দৃশ্য তৈরি করে। সেই দৃশ্য দেখার জন্য খেলোয়াড় এবং দর্শকদের থমকে যেতেও দেখা যায়। যুগের পর যুগ ধরে এই মাঠের ভেতর দিয়েই ছুটে চলেছে স্টিম ইঞ্জিন।

ভাবতে অবাক লাগলেও এমন রেলপথ রয়েছে স্লোভাকিয়ায়। সেখানকার সিয়ারনি বালোগ এলাকায় থাকা স্থানীয় একটি স্টেডিয়াম এবং মাঠের অংশ দিয়ে ট্রেন ছুটে চলে। মাঝে মাঝেই এই রেল লাইনের উপর দিয়ে ট্রেন ছুটতে দেখা যায় খেলা চলাকালীন। কখনো কখনো নিরাপত্তার খাতিরে খেলা বন্ধ করে দেওয়া হয় আবার কখনো কখনো ট্রেন চলে গেলেও খেলা চলে নিজের গতিতে।

জঙ্গল থেকে কাঠ আনার জন্য ১৯০৯ খ্রিস্টাব্দ থেকে এই রেলপথ ব্যবহার করা হয়। পরে ১৯২৭ খ্রিস্টাব্দে এই রেলপথে যাত্রী পরিবহনের অনুমতি দেওয়া হয়। তবে এই রেল পথটি ১৯৮২ খ্রিস্টাব্দে বন্ধ হয়ে গিয়েছিল। পরে ১০ বছর মেরামতির পর পুনরায় এই রেলপথ চালু করা হয়। এই রেল পথটি ১৭ কিলোমিটার দৈর্ঘ্যের। যদিও এই রেলপথ যখন নির্মাণ করা হয় তখন কোন খেলার মাঠ ছিল না। কিন্তু পরে জনবসতি বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে খেলার মাঠটি তৈরি করা হয়। খুব সম্ভবত এটি বিশ্বের একমাত্র রেলপথ যেটি ফুটবল ময়দানের ভিতর দিয়ে গেছে।