Amrit Bharat Express: দিল্লি থেকে কলকাতা সময় বাঁচবে ২ ঘন্টা! এইভাবে কামাল দেখাবে নতুন অমৃত ভারত ট্রেন

Prosun Kanti Das

Published on:

Advertisements

Inauguration is Awaiting of Amrit Bharat Express which will save 2 hours from Delhi to Kolkata: পরিবহন ব্যবস্থা কিন্তু যেকোনো দেশের সবথেকে বড় সম্পদ। বর্তমানে ভারতের রেলব্যবস্থা অনেকটাই উন্নত। কেন্দ্রীয় সরকার আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সুন্দরভাবে সাজিয়েছে রেলকে। দেশের যাত্রীদের কথা মাথায় রাখা এবং স্বাচ্ছন্দ্য বজায় রাখা হলো রেলের অন্যতম বড় কাজ। বন্দে ভারত এক্সপ্রেস কিন্তু ভারতীয় রেলের সাফল্যের অন্যতম বড় উদাহরণ। গতি এবং জনপ্রিয়তা দুই হলো এই ট্রেনটির বৈশিষ্ট্য। এই তালিকায় যুক্ত হলো গেরুয়া রঙের অমৃত ভারত এক্সপ্রেস (Amrit Bharat Express)।

Advertisements

দেশের রেলমন্ত্রী জানিয়েছে যে, ইতিমধ্যেই এর ট্রায়াল রান সফল হয়েছে। ট্রেনটি যখনই চালু হবে দিল্লি থেকে কলকাতার যাওয়ার সময় বাঁচবে দু’ঘণ্টা। দেশের পরিবহন ব্যবস্থায় যুক্ত হয়েছে নয়া পালক। আধুনিক প্রযুক্তিতে ভরপুর এই ট্রেনটি দেশের প্রধানমন্ত্রী অর্থাৎ নরেন্দ্র মোদী উদ্বোধন করবেন। ট্রেনটির লোকো পাইলটের কেবিনের খুঁটিনাটি খতিয়ে দেখেছেন রেলমন্ত্রী নিজে। এক্স হ্যান্ডেলে একটি ভিডিয়ো শেয়ার করে মন্ত্রী লিখেছেন, ‘অমৃত কালের অমৃত ভারত ট্রেন’(Amrit Bharat Express)।

Advertisements

শুধু দিল্লি থেকে কলকাতা নয় এবার থেকে বিভিন্ন রুটে চলবে এই ট্রেন (Amrit Bharat Express) যা আগের থেকে অনেকটাই সময় কমিয়ে আনবে। আধুনিক প্রযুক্তির এটাই কামাল। যার ছোঁয়া লেগেছে লোকো পাইলটের কেবিনে। পাইলটের কেবিনগুলোর সিটকে করা হয়েছে আরো উন্নত, যাতে এবার থেকে আর কোনরকম অসুবিধা না হয় তাদের। স্বাচ্ছন্দ্যের জন্য করা হয়েছে বাতানুকুল ব্যবস্থা।

Advertisements

আরও পড়ুন ? Amrit Bharat Express WB Stoppages: বাংলার কোন কোন স্টেশনে দাঁড়াবে মালদা বেঙ্গালুরু অমৃত ভারত এক্সপ্রেস, দেখে নিন তালিকা

ট্রেনটির (Amrit Bharat Express) সবথেকে আকর্ষনীয় বিষয় হলো এর প্রযুক্তি। আধুনিক প্রযুক্তি বলতে এখানে বোঝানো হয়েছে ‘পুশ পুল’ বিষয়টিকে। পুশ পুল ব্যবস্থা সম্পর্কে অনেকেই জানে না অর্থাৎ এই ব্যবস্থায় ট্রেনে দুটি ইঞ্জিন থাকে সামনে ও পিছনে। এতে ট্রেন অনেক দ্রুত গতিতে ছুটতে সক্ষম হয়। ট্রেনটির শুধু লোকো পাইলটের কেবিন নয় সাজানো হয়েছে গোটা ট্রেনকেই।

এই এক্সপ্রেস ট্রেনের জেনারেল কামরাগুলিতে যাত্রী সুবিধার্থে সিটে গদির ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি এই ট্রেনের প্রত্যেকটি কামরাতেই প্রতিটি সিটের সঙ্গে মোবাইল চার্জিং পয়েন্ট এবং জলের বোতল রাখার জায়গা করা হয়েছে। উন্নত প্রযুক্তি আনা হয়েছে ট্রেনের টয়লেটগুলিতেও। উন্নত এই টয়লেটে জল খরচও অনেক কম হবে। এই অমৃত ভারত এক্সপ্রেসে ‘কবচ’ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যা দুর্ঘটনার আশঙ্কা অনেকটাই কমিয়ে দেয়।

Advertisements