নতুন আর্থিক বছর পড়লেই চাকরিজীবিদের মাথায় চিন্তা থাকে আয়কর রিটার্ন জমা সংক্রান্ত খুঁটিনাটি বিষয়ে। চলতি আর্থিক বছর ২০২৫-২৬ এর আয়কর রিটার্ন কবে জমা দিতে পারবেন এবং কবে থেকেই বা আয়কর দফতর টাকা ফেরাতে শুরু করবে এই নিয়ে হৈচৈ পড়ে গিয়েছে বেতনভোগীদের মধ্যে। এ বছর ২০২৫-২৬ মূল্যায়ন বছরের আয়কর রিটার্ন জমা করবেন চাকরিজীবিরা।
সাধারণত সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস এর তরফে আয়কর রিটার্নের দেখাশোনা করে থাকে। আয়কর রিটার্ন জমা দেওয়ার প্রক্রিয়া এপ্রিল মাস থেকেই শুরু হয়ে যায়। গত বছর কেন্দ্রীয় সরকারের তরফে ফেব্রুয়ারি মাসে আয়কর রিটার্ন জমা দেওয়ার জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। তবে চলতি বছর কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি সরকারের তরফে। এখন মনে করা হচ্ছে এপ্রিলের শেষ সপ্তাহেই তা জারি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: ৬০ পেরিয়ে কেন বিয়ের পিঁড়িতে দিলীপ ঘোষ! আসল কারণ জানলে স্যালুট জানাবেন
নিয়োগকারী সংস্থা তরফে ফর্ম ১৬ দেওয়া হয় বেতনভোগী করদাতাদের আয়কর রিটার্ন জমা করার আগে। এমনি সময়ে ফর্মটি মে এর শেষে অথবা জুনের শুরুতে পান তারা। ফর্মটি হাতে পেলেই রিটার্ন জমার প্রক্রিয়া শুরু করতে পারেন তারা। অন্যদিকে ফর্ম ১৬ এ একটি আর্থিক বছরে প্রাপ্ত বেতন এবং ট্যাক্স ডিডাকটেড অ্যাট সোর্স এর সারসংক্ষেপ থাকে। নিয়োগকারী সংস্থা তরফে ১৬ই জুনের মধ্যে এটি জারি করা আবশ্যক।
করদাতাদের অনেকে টিডিএসের মাধ্যমে অগ্রিম জমা করেন। তবে কোনও ব্যক্তি যদি আয়করের অধীনে না পড়েন, সেক্ষেত্রে রিটার্ন দাখিলের পর সেই টাকা তিনি ফেরত পেতে পারেন।আয়কর দফতর এর তরফে এখন আয়কর রিটার্ন জমা দেওয়ার ৭ থেকে ২০ দিনের মধ্যে টাকা ফেরত দেওয়া হয়। তবে এই বিষয়ে কিছু শর্ত রাখা হয়।
আয়কর রিটার্ন জমা করার সময় চাকরিজীবিr কিছু বিষয় সম্পর্কে অবগত থাকা জরুরি। কোনও ধরণের ভুল বা ত্রুটি থাকলে টাকা ফেরত পেরে অনেক বেশি সময় লাগে। অন্যদিকে, করদাতার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ফেরত পাঠানো হবে তার সঙ্গে আধার এবং প্যান কার্ডের লিঙ্ক থাকা আবশ্যক।আয়কর দফতর এর তরফে রিটার্নটি যাচাই করার পর সিদ্ধান্ত নেওয়া হয়। অন্যদিকে ৩১ জুলাইয়ের মধ্যেই টাকা পেতে পারেন সংশ্লিষ্ট করদাতার যদি অডিট বহির্ভূত কেসগুলির ক্ষেত্রে আগে রিটার্ন জমা দেওয়া হয়।