মাধ্যমিক পাশ হলেই পোস্ট অফিসে চাকরির সুযোগ, আবেদন করুন এইভাবে

নিজস্ব প্রতিবেদন : সরকারি চাকরি পেয়ে নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন কে না দেখেন না। সরকারি চাকরি না হলেও অনেকেই স্বপ্ন দেখেন ভালো কোনো সমস্যায় প্রাইভেট চাকরি করার। তবে বর্তমান সময়ে চাকরির সেই যোগান না থাকায় বহু চাকরিপ্রার্থীকেই হতাশার মধ্যে দিয়ে জীবন যাপন করতে হয়।

তবে এসবের মাঝেই ভারতীয় ডাক বিভাগের (Post Office) তরফ থেকে বিপুল সংখ্যক শূন্যপদ নিয়ে হাজির। ভারতীয় ডাক বিভাগের তরফ থেকে ৪০ হাজার ৮৮৯ শূন্যপদে নিয়োগ করার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ব্রাঞ্চ পোস্ট মাস্টার এবং অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার হিসাবে নিয়োগ করা হবে এই সকল শূন্যপদে।

এই সকল শূন্য পদে আবেদনের জন্য গত ২৭ জানুয়ারি থেকে আবেদন পত্র গ্রহণ শুরু হয়েছে এবং সেই আবেদন পত্র গ্রহণ চলবে আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত। indiapostgdsonline.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইনে চাকরিপ্রার্থীদের আবেদন পত্র জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার পর কোন ভুলভ্রান্তি থাকলে ১৭ ফেব্রুয়ারি থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত তা সংশোধন করা যাবে।

যে সকল রাজ্যের শূন্যপদ রয়েছে সেই সকল রাজ্যের তালিকা প্রকাশ করা হয়েছে পোস্ট অফিসের তরফ থেকে। সেখানেই জানানো হয়েছে, উত্তরপ্রদেশ ৭৯৮৭, উত্তরাখণ্ড ৮৮৯, বিহার ১৪৬১, ছত্তিসগড় ১৫৯৩, দিল্লি ৪৬, রাজস্থান ১৬৮৪, হরিয়ানা ৩৫৪, হিমাচল প্রদেশ ৬০৩, জম্মু ও কাশ্মীর ৩০০, হিমাচল প্রদেশ ৩০০, ঝাড়খণ্ড ১৫৯০, মধ্যপ্রদেশ ১৮৪১, কেরালা ২৪৬২, পাঞ্জাব ৭৬৬, মহারাষ্ট্র ২৫০৮, উত্তর পূর্ব ৫৫১, ওড়িশা ১৩৮২, কর্নাটক ৩০৩৬, তামিলনাড়ু ৩১৬৭, তেলেঙ্গানা ৬৪০, অসম ৪০৭, গুজরাট ২০১৭, পশ্চিমবঙ্গ ২১২৭, অন্ধ্রপ্রদেশ ২৪৮০ জনকে নিয়োগ করা হবে।

সেই সকল চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন যারা যেকোনো একটি স্বীকৃত বিদ্যালয় থেকে গণিত অথবা ইংরেজি নিয়ে মাধ্যমিক পাশ করেছেন। চাকরি প্রার্থীদের বয়স হতে হবে সর্বনিম্ন ১৮ থেকে ৪০ বছর। সংরক্ষিত শ্রেণীর চাকরি প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী আবেদনের ক্ষেত্রে ছাড় পাবেন।

আবেদন করার জন্য সাধারণ শ্রেণীর চাকরিপ্রার্থীদের ১০০ টাকা আবেদন ফি জমা দিতে হবে। মহিলা এবং সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীদের কোন আবেদন ফি জমা দিতে হবে না।