বাংলার ৮ দফা ভোটের দফা অনুযায়ী কি বলছে বুথ ফেরত সমীক্ষা

নিজস্ব প্রতিবেদন : অষ্টম দফা ভোট গ্রহণের পর বৃহস্পতিবার শেষ হয় পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন শেষ হওয়ার সাথে সাথে শুরু হয় কাটাছেঁড়া। একাধিক সমীক্ষাকারী সংস্থা এই নির্বাচনে কি ফলাফল হতে পারে তা নিয়ে বুথ ফেরত সমীক্ষার ফলাফল প্রকাশ করতে শুরু করেছে। আর এই বুথ ফেরত সমীক্ষার ফলাফলে অধিকাংশ সংস্থা তৃণমূলকে এগিয়ে রাখলেও কড়া টক্করের ইঙ্গিত দিচ্ছে India Today-My Axis এর বুথ ফেরত সমীক্ষা।

India Today-My Axis এর সমীক্ষা অনুযায়ী কোন দফায় কোন দল কতগুলি আসন পেতে পারে তার অনুমান

প্রথম দফা : প্রথম দফা নির্বাচনে ৩০টি আসনে ভোট গ্রহণ হয়েছে। আর এই ৩০টি আসনের মধ্যে মনে করা হচ্ছে ১৯টি পেতে পারে বিজেপি, ১০টি পেতে পারে তৃণমূল এবং ১টি আসন পেতে পারে বামফ্রন্ট।

দ্বিতীয় দফা : দ্বিতীয় দফায় ৩০টি আসনে ভোটগ্রহণের মধ্যে ১৭টি পেতে পারে বিজেপি, ১৩টি পেতে পারে তৃণমূল এবং অন্যান্যরা খাতা খুলতে পারবে না বলে মনে করা হচ্ছে।

তৃতীয় দফা : তৃতীয় দফায় ৩১টি আসনে ভোট গ্রহণ হয়েছে। যার মধ্যে বিজেপি পেতে পারে ১১টি এবং তৃণমূল পেতে পারে ২০টি। অন্যান্যদের খাতা খোলার সম্ভাবনা নেই।

চতুর্থ দফা : চতুর্থ দফায় ৪৪টি আসনে ভোট গ্রহণ হয়েছে। যার মধ্যে বিজেপি পেতে পারে ২৪টি, তৃণমূল পেতে পারে ১৯টি এবং সংযুক্ত মোর্চা পেতে পারে ১টি।

পঞ্চম দফা : পঞ্চম দফায় ৪৫টি আসনে ভোট গ্রহণ হয়েছে। এগুলির মধ্যে বিজেপি পেতে পারে ২৫টি এবং তৃণমূল পেতে পারে ২০টি। অন্যান্যদের খাতা খোলার সম্ভাবনা নেই।

ষষ্ঠ দফা : এই দফায় ৪৩টি আসনে ভোটগ্রহণ হয়। মনে করা হচ্ছে যার মধ্যে ২২টি পেতে পারে বিজেপি এবং ২১টি পেতে পারে তৃণমূল। অন্যান্যদের খাতা খোলার সম্ভাবনা দেখতে পারছেনা সমীক্ষাকারী সংস্থা।

সপ্তম দফা : ৩৬টি আসনে ভোট গ্রহণ হয়েছে এই দফায়। যার মধ্যে বিজেপি পেতে পারে ১৬টি এবং তৃণমূল পেতে পারে ১৮টি। সংযুক্ত মোর্চার খাতা খোলার সম্ভাবনা নেই। এই দফায় দুটি কেন্দ্রের ভোটগ্রহণ এখনো হয়নি।

অষ্টম দফা : এই দফায় ৩৫টি আসনে ভোট গ্রহণ হয়েছে। যার মধ্যে বিজেপি পেতে পারে ১৩টি এবং তৃণমূল পেতে পারে ২২টি। সংযুক্ত মোর্চা খাতা নাও খুলতে পারে।

অর্থাৎ India Today-My Axis এর বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী ২০২১ বিধানসভা নির্বাচনে ২৯৪টি আসনের মধ্যে যে কটি আসনে ভোট গ্রহণ হয়েছে অর্থাৎ দুটি আসন বাদে মনে করা হচ্ছে তৃণমূল মোট আসন পেতে পারে ১৪৩টি আসন। বিজেপি পেতে পারে ১৪৭টি আসন এবং সংযুক্ত মোর্চা পেতে পারে ২টি আসন।

[aaroporuntag]
তবে এই সংস্থা এর পাশাপাশি আসন সংখ্যা কম বেশির হিসাব করে শেষ যে ফলাফল ঘোষণা করেছে সেই অনুযায়ী তারা এগিয়ে রেখেছে বিজেপিকে। তাদের বুথ ফেরত সমীক্ষার ফলাফল অনুযায়ী তারা দাবি করছে, ১৩৪ থেকে ১৬০টি আসন পেতে পারে বিজেপি। তৃণমূল পেতে পারে ১৩০ থেকে ১৫৬টি আসন এবং সংযুক্ত মোর্চা পেতে পারে ০-২টি আসন।