India VS Pakistan: মুসলিম জনসংখ্যার ভিত্তিতে এগিয়ে রয়েছে কে, ভারত নাকি পাকিস্তান

Which country is leading on the basis of Muslim population: আপনি নিশ্চয়ই ভাবছেন বিশ্বে বহু ইসলামিক দেশ রয়েছে তবে কোন দেশে সবচেয়ে বেশি ইসলাম ধর্মাবলম্বীর মানুষ বাস করেন? বিষয়টি নিয়ে সম্প্রতি সমীক্ষা চালিয়েছে একটি বেসরকারি সংস্থা। সমীক্ষার রিপোর্ট জানলে অবাক না হয়ে পারবেন না। আপনারা নিশ্চয়ই ভাববেন মধ্য প্রাচ্যের আরবেই সবথেকে বেশি মুসলিম ধর্মাবলম্বী মানুষ বাস করেন কিন্তু ব্যাপারটি মোটেই সেরকম নয়। বিশ্বের সবচেয়ে বেশি মুসলিমের বাস ভারতীয় উপমহাদেশে। এই উপমহাদেশের তিনটি দেশ মিলিয়ে মুসলিম জনসংখ্যা প্রায় ৫৭ কোটি। বর্তমানে ইউরোপে মুসলিম শরণার্থীদের নিয়ে ক্রমশ বাড়ছে অশান্তি। সুইডেন প্রকাশ্যে পবিত্র কোরান পোড়ানোর অনুমতি দিতে চলেছে। সেই প্রসঙ্গেই একজোট হতে চলেছে সমস্ত মুসলিম রাষ্ট্রগুলো। এরইমধ্যে প্রকাশ্যে এলো মুসলিম জনসংখ্যা নিয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য। কিন্তু ভারত নাকি পাকিস্তান কোন দেশে মুসলিম জনসংখ্যা বেশি (India VS Pakistan)?

ভারত কিংবা পাকিস্তানের মধ্যে কোথায় বেশি থাকেন ইসলাম ধর্মাবলম্বরী (India VS Pakistan)? স্বাভাবিকভাবেই এটি সবারই জানতে ইচ্ছা হতে পারে। তাহলে কি বলছে সমীক্ষার রিপোর্ট? পাকিস্তান হলো পৃথিবীর দ্বিতীয় সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ। বর্তমানে পঞ্জাব, সিন্ধু, বালুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া এই চার প্রদেশ মিলিয়ে মোট ২১.২৩ কোটি মুসলিম সেখানে বসবাস করে।

আবার হিসাবে বলে যে, ভারতে মুসলিম জনসংখ্যা পাকিস্তানের থেকে সামান্য কম। এদেশে প্রায় ২০ কোটির বেশি ইসলাম ধর্মাবলম্বীর মানুষ বাস করেন। ভারতের প্রতিটি রাজ্যেই কম বেশি মুসলিমের বাস আছে। আপনি দেখতে পাবেন উত্তরের জম্মু-কাশ্মীর বা লাদাখ থেকে শুরু করে দক্ষিণের কেরালা ও তামিলনাড়ু পর্যন্ত ভারতের প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলেই ইসলাম ধর্মাবলম্বীর মানুষ থাকেন। শুধু পাকিস্তানেই নয় এদেশেও বহু ইসলাম ধর্মের মানুষ নির্বিঘ্নে বসবাস করে আসছেন অতীত থেকেই (India VS Pakistan)।

বর্তমানে ভারতের পূর্বদিকের দেশটির মুসলিম জনসংখ্যা ১৫.৩৭ কোটি। বাংলাদেশের জন্ম হয়েছিল ১৯৭১ সালে পাকিস্তান ভেঙে। বিশ্বে ইসলামীয় জনসংখ্যার নিরিখে যা হলো চতুর্থ। কিন্তু অবাক করা কাণ্ড হলো দেশভাগের সময় পাকিস্তান ও বাংলাদেশে হিন্দুদের সংখ্যাই বেশি ছিল। তবে সমীক্ষার রিপোর্ট অনুযায়ী, পাকিস্তানের চেয়ে ভারতে তুলনামূলকভাবে বেশি মুসলিম বাস করেন (India VS Pakistan)।

১৯৪৭ সালে যখন দেশভাগ হয়েছিল তারপর থেকেই ইসলামিক রাষ্ট্র হিসেবেই আত্মপ্রকাশ করে পাকিস্তান। এছাড়া, সংবিধানগতভাবে ভারত হলো একটি ধর্মনিরপেক্ষ দেশ। বিশেষজ্ঞরা বলেছেন যে, গত ৭৫ বছরে এদেশে মুসলিম জনসংখ্যা অনেকটাই বেড়েছে। আবার আরেকটি সমীক্ষাতে ধরা পড়েছে, বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হল ইন্দোনেশিয়া। দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশে ২৩ কোটির বেশি ইসলাম ধর্মাবলম্বীর মানুষ বাস করেন। তালিকাতে আছে সুদান, ইরান ও তুর্কির মত দেশের নামও।