গলায় খোদ সরস্বতী! মুগ্ধ রহমান, Indian Idol 13 জয়ের দৌঁড়ে এই বঙ্গ তনয়া

বলিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় সংগীত পরিচালক হলেন এ আর রহমান (A R Rahman)। সংগীতের জন্য অস্কার পেয়েছেন এই পরিচালক। সম্প্রতি ইন্ডিয়ান আইডলের মঞ্চে অতিথি হিসেবে দেখা যায় তাকে। সেখানেই বাংলার মেয়ে সেঁজুতির গানের প্রশংসা করলেন তিনি।

প্রায় কয়েক দশক ধরে এ আর রহমান (A R Rahman) সংগীত জগতে সংগীত পরিচালক হিসেবে কাজ করে চলেছেন। সারা বিশ্ব তার গানে মত্ত। বেশ অনেক রিয়ালিটি শো এর বিচারক হিসেবে দেখা যায় তাকে। তবে খুব একটা বেশি কথা বলেন না তিনি কখনোই। প্রতিযোগীদের গান শুনে প্রশংসাও খুব কম করেন তিনি।

সম্প্রতি ইন্ডিয়ান আইডল ১৩ এর মঞ্চে এ আর রহমান এবং ‘গান্ধী গডসে: এক যুদ্ধ’ ছবির পরিচালক রাজ কুমার সন্তোষীকে অতিথি হিসেবে দেখা যায়। সেখানেই এ আর রহমানের (A R Rahman) মত এই কঠিন মানুষের কাছ থেকে প্রশংসা কুড়ালেন বাংলার মেয়ে সেঁজুতি দাস। সেদিন এই মঞ্চে সেঁজুতি এ আর রহমান (A R Rahman) এরই কম্পোস করা দুটি গান কাভি নিম নিম এবং ইয়ে হাসি বাদিয়া গেয়েছেন। তার এই গান চলাকালীন বিখ্যাত সংগীত পরিচালকের মুখে সব সময় হাসি ছিল।

গান শেষে তিনি সেঁজুতিকে বলেন, তিনি শুধু দেখছিলেন যে সে গান করার সময় কখন শ্বাস ছাড়ে। কারণ ইয়ে হাসি বাদিয়া গানটিতে একদম শুরুর থেকেই একটানে গানটি গাইতে হয়। অসাধারণ গান গেয়েছে সেঁজুতি। তার দারুন লেগেছে। এইবছর ইন্ডিয়ান আইডলের মঞ্চে বাঙালি প্রতিযোগীদের ছড়াছড়ি। চারজন বাঙালি কন্যা রয়েছে এই শোতে তারা হলেন বিদিপ্তা সেজুতি সোনাক্ষী এবং দেবস্মিতা। বাংলার মানুষ তাদের ওপরেই ভরসা করে রয়েছেন।

তবে এই শো এর একজন অসাধারণ প্রতিযোগী হলেন ঋষি সিং। অনেকেই মনে করেন, ঋষি এই সিজনের উইনার হবে। তবে অনেকেই মনে করেন যে ঋষিকে যদি কেউ টেক্কা দিতে পারে সে আর কেউ নন, সেঁজুতি দাস। সেঁজুতি গানের পাশাপাশি নিজে গান কম্পোজও করেন। সেদিন এ আর রহমানের (A R Rahman) সামনে ঋষির সঙ্গে দুটি বেঁধে সেঁজুতি নিজের কম্পোজ করা গানও গেয়েছেন। বিখ্যাত সংগীত পরিচালক সেই গানের খুব প্রশংসাও করেছেন।