Railway New Rule : বাড়ি থেকে দূর রাজ্যে অফিসের কাজে বেরোনো হোক বা কোথাও ঘুরতে যাওয়া কাছের মানুষদের স্টেশন অবধি ছাড়তে যাওয়ার একটা রীতি দেখা যায় প্রায় সকলের মধ্যে। যাকে ইংরাজীতে বলা হয় ‘সী অফ’। তবে এবার এই বিষয়টির ওপর বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে রেলের তরফে।
রেল কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে, মূলত স্টেশন চত্বরের বাড়তি ভিড় কমাতে রেলের এই নয়া সিদ্ধান্ত। করোনা সময়ের পর থেকেই প্ল্যাটফর্ম টিকিটের মূল্য আগের থেকে অনেকটা বাড়িয়ে দেওয়া হয়। যাত্রী ভিড় কমানোর চেষ্টা হয়েছিল এই টিকিট মূল্য বাড়িয়ে। কিন্তু তা বাস্তবে সফলতা না পাওয়া এবার আরও কড়া রেল কর্তৃপক্ষ। যাত্রীদের স্টেশনে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করার পরিকল্পনা করছে রেল। রেল বোর্ড সূত্রে খবর, প্রতিদিন ১৫ হাজারের অধিক ‘ফুট ফল’ হলেই সেই স্টেশনে বসানো হবে ‘বুম বেরিয়ার’।
কোন কোন স্টেশনকে চিহ্নিত করা হয়েছে জানেন?
সূত্রের মতে, মূলত বড় স্টেশনগুলির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশের মধ্যে মোট ৩৯টি বড় স্টেশনকে চিহ্নিতকরণ এর কাজ সম্পূর্ণ হয়েছে। যেই তালিকায় দক্ষিণ কলকাতার সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি রেল স্টেশন হাওড়া ও শিয়ালদহ নামও রয়েছে বলে জানা গিয়েছে।
হাওড়ার ডিআরএম সঞ্জীব কুমারের কথায়, এখনও এই নির্দেশ ডিভিশনের কাছে জমা পড়েনি। পরীক্ষামূলকভাবে সফল হলে নির্দেশ এলেই তা চালু করার পথে এগোবে রেল। যদিও পাঞ্জাবের আম্বালা ডিভিশনের মাহালি, চণ্ডীগড় ও আম্বালা স্টেশনে পাইলট প্রোজেক্ট এর অধীনে ‘বুম বেরিয়ার’ বসানোর কাজ শুরু হয়েছে বলে জানা গিয়েছে।
ওয়ার্ল্ড ক্লাস ও অমৃতভারত প্রকল্পের অধীনে বাড়তি ভিড় কমাতে রেলের তরফে এই কাজ শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরীক্ষামূলকভাবে ভিড় কমানোর কাজে সফল হলে দেশজুড়ে তা কার্যকর হবে। যাত্রীদের টিকিটে থাকবে একটি ‘কিউ আর’ কোড। যা স্ক্যান করে শুধুমাত্র যাত্রীরাই স্টেশনে প্রবেশ করতে পারবে। যদিও রেলের এই নয়া সিদ্ধান্তে খুশি নয় অনেকেই।