Dumdum Junction Work: হাঁফ ছেড়ে বাঁচলেন শিয়ালদা ডিভিশনের যাত্রীরা! আর ঝঞ্ঝাট নয়, এবার আগের থেকেও ভালো সুরক্ষিত হল পরিষেবা

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : রেল পরিষেবা (Indian Railways) ভারতীয় নাগরিকদের কাছে গণপরিবহনের লাইফ লাইন। যে কারণে কোথাও কোনরকম পরিষেবায় ব্যাঘাত ঘটলেই সমস্যায় পড়তে হয় হাজার হাজার লক্ষ লক্ষ যাত্রীদের। ঠিক সেই রকমই প্রায় ২০ দিন ধরে হাজার হাজার যাত্রীদের সমস্যায় পড়তে হয়েছিল। অবশেষে রেলের তরফ থেকে সেই সমস্যার সমাধান করে সমস্ত রকম ঝঞ্ঝাট দূরে সরানো হলো। আর এরই পরিপ্রেক্ষিতে এবার যাত্রীরা হাঁফ ছেড়ে বাঁচলেন।

Advertisements

যে সমস্যার কথা বলা হচ্ছে তা হল দমদম জংশনের (Dumdum Junction) ৫ নম্বর প্ল্যাটফর্ম। যে প্ল্যাটফর্ম শিয়ালদা ডিভিশনের চক্ররেলের জন্য যতটাই গুরুত্বপূর্ণ, ততটাই গুরুত্বপূর্ণ অন্যান্য ট্রেনের পরিষেবার ক্ষেত্রেও। কেননা এই প্লাটফর্ম শিয়ালদা ডিভিশনের উত্তর ও দক্ষিণ শাখার মধ্যে সংযোগ স্থাপনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

Advertisements

দমদম জংশনের নম্বর প্লাটফর্মের ট্র্যাকের নিচে থাকা কংক্রিট দুর্বল হয়ে পড়েছিল। গত বছর যে কারণে একটি ট্রেন লাইনচ্যুত হয়েছিল এখানে। এরপর রেলের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যাত্রীদের সুরক্ষা প্রদানের জন্য পরিষেবা বন্ধ রেখেও ওই ট্র্যাক সুরক্ষিত করা হবে। রেলের সেই সিদ্ধান্ত অনুযায়ী গত মাসের ১৮ তারিখ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম বন্ধ করা হয় এবং কাজ (Dumdum Junction Work) শুরু করা হয়। পাঁচ নম্বর প্লাটফর্মের যে অংশে এমন পরিস্থিতি তৈরি হয় সেখানে কংক্রিটের স্লিপারের ওপর ট্র্যাক নেই। সরাসরি মেঝের সঙ্গে বোল্টের মাধ্যমে ট্র্যাক বসানো রয়েছে।

Advertisements

আরও পড়ুন ? Noapara-Dumdum Cantonment Metro: নোয়াপাড়া-দমদম ক্যান্টনমেন্ট রুটে মেট্রো নিয়ে সুখবর, প্রথম ট্রায়াল রানেই উঠল ঝড়

কিন্তু মেঝের অবস্থা খারাপ হয়ে যাওয়ার কারণে ট্র্যাকের মধ্যে নানান ধরনের সমস্যা দেখা দিতে শুরু করে। কংক্রিট দুর্বল হয়ে পড়ার কারণে বোল্ট আলগা হয়ে খুলে যাচ্ছিল। এরপরই রেলের তরফ থেকে ওই মেঝে নতুন করে নির্মাণ করার সিদ্ধান্ত নেওয়া হয়। গত ১৮ এপ্রিল থেকে কাজ শুরু হয় এবং শেষমেষ ওই কাজ শেষ হওয়ার পর এখন পুরোদমে রেল পরিষেবা চালু করে দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে রেলের তরফ থেকে।

দমদম জংশনের ৫ নম্বর প্ল্যাটফর্মের পুনর্নির্মাণ করার সময় রেলের তরফ থেকে প্রায় ৩০ টি ট্রেন বাতিল রাখা হয়েছিল। অবশেষে কাজ সমাপ্ত হওয়ার পর ওই সকল ট্রেনের পরিষেবা পুনরায় স্বাভাবিক করা হয়েছে। টানা ২০ দিন ধরে এত সংখ্যক ট্রেনের পরিষেবা বাতিল থাকার কারণে বিপুলসংখ্যক যাত্রীদের অসুবিধার মুখে পড়তে হচ্ছিল। অবশেষে পরিষেবা পুনরায় স্বাভাবিক হওয়ার ফলে ওই রুটের যাত্রীরা হাঁফ ছেড়ে বাঁচলেন তা নিয়ে কোন সন্দেহ নেই।

Advertisements