রামপুরহাট স্টেশন নিয়ে এবার বড় পরিকল্পনা! রেল নিতে চলেছে নতুন পদক্ষেপে

নিজস্ব প্রতিবেদন : প্রতিদিন দেশের প্রায় এক কোটি মানুষ রেল পরিষেবার উপর নির্ভর করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করে থাকেন। বিপুল সংখ্যক এই মানুষের চাহিদার কথা মাথায় রেখে রেলের (Indian Railways) তরফ থেকে সব সময় নিরাপত্তা, স্বাচ্ছন্দ ইত্যাদি বিষয়গুলির উপর জোর দেওয়া হয়। তারপর আবার সামনেই যখন লোকসভা নির্বাচন সেই সময় রেল ব্যবস্থাকে আরও জোরদার ভাবে সাজিয়ে তোলার জন্য উঠেপড়ে লেগেছে কেন্দ্র।

রেল ব্যবস্থাকে আরও সাজিয়ে গুছিয়ে তোলার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করে স্টেশনগুলি। বিভিন্ন স্টেশন যেমন এখন সাজিয়ে তোলার জন্য রেলের তরফ থেকে নানান পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে, ঠিক সেই সময় রামপুরহাট রেল স্টেশন (Rampurhat Railway Station) নতুন পরিকল্পনা নিলো রেল। এই রেলস্টেশনকে সাজানোর থেকেও বড় জোর দেওয়া হচ্ছে নিরাপত্তায়।

রামপুরহাট রেলস্টেশন বীরভূমের অন্যতম একটি গুরুত্বপূর্ণ রেলস্টেশন। কেননা এই রেল স্টেশনে বিভিন্ন রুটের ট্রেন এসে স্টপেজ দেয়। লোকাল ছাড়াও দূর দূরান্তের ট্রেনগুলি স্টপেজ দিয়ে থাকে রামপুরহাটে। এছাড়াও রামপুরহাট রেল স্টেশনে নেমে প্রচুর পুণ্যার্থী তারাপীঠের মতো তীর্থক্ষেত্রে যাতায়াত করে থাকেন। এসবের পরিপ্রেক্ষিতেই নিরাপত্তা ব্যবস্থায় আলাদা জোর দেওয়ার কথা ভেবেছে রেল।

রামপুরহাট রেলস্টেশনে নিরাপত্তার জন্য এতদিন ১৬ টি সিসি ক্যামেরা বসানো ছিল। কিন্তু সেই সকল সিসি ক্যামেরার মধ্যে অনেক সিসি ক্যামেরা আবার কাজ করত না। এমন পরিস্থিতিতে রেলের তরফ থেকে রামপুরহাট রেল স্টেশনে ৪৪টি উন্নতমানের সিসি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে যে ২২৩ টি রেলস্টেশনকে উন্নতমানের সিসি ক্যামেরায় মুড়ে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তার মধ্যে রামপুরহাট রেল স্টেশন একটি।

রেলের নতুন পরিকল্পনা অনুসারে এবার রামপুরহাট রেল স্টেশনের ওয়েটিং রুম থেকে শুরু করে রিজার্ভেশন ও টিকিট কাউন্টার, প্রবেশ পথ, প্ল্যাটফর্ম, ফুট ফ্লাইওভার, বুকিং অফিস সহ সব জায়গায় উন্নতমানের এই সকল সিসি ক্যামেরা বসানো হবে এবং সেগুলির মধ্য দিয়ে সব সময় নজরদারি চালানো হবে। এছাড়াও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার জন্য কন্ট্রোল রুমের সংস্কার করা হবে। রেলের এমন পদক্ষেপের ফলে রামপুরহাট রেলস্টেশনে আসা যাত্রীরা অনেক বেশি স্বাচ্ছন্দ পাবেন তা নিয়ে কোন সন্দেহ নেই।