Indian Railways: দেশের পরিবহন ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভারতীয় রেল। তাই চোখ বন্ধ করেই বলা যেতে পারে এটি হলো দেশের লাইফলাইন। দেশের যেকোন প্রান্তে নিরাপদে এবং আরামে পৌঁছে যাওয়া যাবে ভারতীয় রেলের সাহায্যে। দিন যত উন্নত হচ্ছে ভারতীয় রেল তাদের পরিষেবাকে ততই উন্নত করছে সাধারণ মানুষের জন্য। আজকের এই প্রতিবেদনে ভারতীয় রেলের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সম্পর্কে জানতে পারবো।
ভাড়া বাড়বে ভারতীয় রেলের (Indian Railways)
৫০০ কিলোমিটার অতিক্রম করলেই বাড়তি ভাড়া দিতে হবে সাধারণ মানুষকে। আগামী মাস অর্থাৎ ১ লা জুলাই থেকেই এই নতুন ভাড়া কার্যকর হবে। সাধারণ মানুষ ঠিক কতটা সমস্যায় পড়তে পারে ভারতীয় রেলের (Indian Railways) এই নয়া সিদ্ধান্তের কারণে? নতুন ভাড়া ঠিক কতটা প্রভাব ফেলবে আমজনতার পকেটে?
চিন্তায় পড়েছে আমজনতা
জুলাইয়ের এক তারিখ থেকে নতুন ভাড়া কার্যকর হবে। কিন্তু লোকাল ট্রেন এবং এক্সপ্রেস ট্রেনের (Indian Railways) ক্ষেত্রে কত ভাড়া বৃদ্ধি পাবে তা এখন অব্দি কেউ জানেন না। আজকের এই প্রতিবেদনে বিস্তারিত জানতে পারবেন সবটাই। যেসব যাত্রীরা সাধারণ দ্বিতীয় শ্রেণীর টিকিট কাটবেন তাদের জন্য খুশির খবর কারণ ৫০০ কিলোমিটার পর্যন্ত কোনো ভাড়া বাড়ছে না। তবে ৫০০ কিলোমিটার অতিক্রম করলে ভারতীয় রেলের নতুন ট্যারিফ অনুযায়ী কিলোমিটার প্রতি আধ পয়সা বাড়বে। মেল এক্সপ্রেস ট্রেনের ক্ষেত্রে এই ভাড়া বাড়বে কিলোমিটার প্রতি এক পয়সা।
এসি ট্রেনের নতুন ভাড়া
ভারতীয় রেলের (Indian Railways) এসি ট্রেনের ভাড়ার ক্ষেত্রে আনা হয়েছে বিরাট পরিবর্তন। যেসব যাত্রীরা যাতায়াতের জন্য এসি কামরার টিকিট কাটেন তাদের পকেটে সামান্য টান পড়বে। কারন কিলোমিটার প্রতি ভাড়া বাড়ছে দুই পয়সা। আগামী মাস থেকে কার্যকর হয়ে যাবে এই নতুন ভাড়া।
স্বস্তির নিঃশ্বাস নিত্যযাত্রীদের
শহরতলির ট্রেনের ক্ষেত্রে ভারতীয় রেল এখনো পর্যন্ত কোনো ভাড়া বাড়ানোর কোন সিদ্ধান্ত নেয়নি। পাশাপাশি মান্থলি সিজনের ট্রেনগুলোতেও ভাড়া বাড়ানো হবে না। প্রতিদিন বহু যাত্রী তাদের যাতায়াতের মাধ্যমে হিসেবে বেছে নিয়েছে ভারতীয় রেলকে (Indian Railways)। এর প্রধান কারণ হলো স্বল্পমূল্যে অধিক দূরত্ব অতিক্রম করতে পারা। তারা রেলের এই নয়া সিদ্ধান্তে সত্যিই খুশি।