প্রতিদিন দেশের লক্ষ লক্ষ মানুষ ভারতীয় রেলের পরিষেবার ওপর নির্ভর করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করে থাকেন। তবে এই সকল যাত্রীদের মধ্যে অনেকেই রয়েছেন যারা রেলকে ফাঁকি দিয়ে বিনা টিকিটে যাতায়াত করেন। কিন্তু এবার নতুন নিয়ম আনছে রেল আর সেই নিয়ম অনুযায়ী বিনা টিকিটে ট্রেনে চড়া তো দূরের কথা, স্টেশনে প্রবেশ করা যাবে না।
রেলকে ফাঁকি দিয়ে প্রতিদিন বহু মানুষ রয়েছেন যারা ট্রেনে চড়ে নিজেদের গন্তব্যে পৌঁছে যান। মূলত বিনা টিকিটেই তারা স্টেশনে প্রবেশ করেন এবং গন্তব্যের স্টেশনে পৌঁছে ঠিক কোন না কোন চোরা রাস্তা দিয়ে টিটিইকে ফাঁকি দিয়ে বেরিয়ে যান। তবে এবার রেল এই ধরনের ঘটনায় বিপুল ক্ষতির মুখোমুখি হওয়ার পরিপ্রেক্ষিতে এবং স্টেশনে অতিরিক্ত মানুষের আগমন ঠেকাতে নতুন নিয়ম আনছে।
যে নতুন নিয়ম আনা হচ্ছে তা অনেকটা মেট্রো স্টেশনের মত। মেট্রো স্টেশনে প্রবেশ অথবা মেট্রোতে চড়ার ক্ষেত্রে যাত্রীদের স্টেশনে প্রবেশের আগেই টিকিট পাঞ্চ করতে হয়। টিকিট পাঞ্চ করা হলে তবেই স্টেশনে ঢোকার অনুমতি পাওয়া যায়। সাধারণ রেলস্টেশনের ক্ষেত্রেও এই ধরনের ব্যবস্থা চালু হতে চলেছে। তবে টিকিট পাঞ্চ করার মতো স্বয়ংক্রিয় কোন যন্ত্র আপাতত বসছে না। বরং টিটিইরাই এই কাজ করবেন।
বর্তমানে স্টেশনে প্রবেশ করার কোন সময় কোন টিটিই কোন যাত্রী থেকে টিকিট রয়েছে কিনা তা পরীক্ষা করেন না। স্টেশন থেকে প্রস্থান অর্থাৎ বাইরে যাওয়ার যে গেট রয়েছে সেখানেই সাধারণত টিকিট পরীক্ষা করা হয়। কিন্তু এবার নতুন যে নিয়ম চালু করা হচ্ছে সেই নিয়ম অনুযায়ী স্টেশনে প্রবেশের মূল গেটেই যাত্রীদের থেকে টিকিট দেখে নেওয়া হবে। যদি যাত্রীর কাছে বৈধ টিকিট থাকে তবেই তাকে স্টেশনে প্রবেশ করার অনুমতি দেবে রেল।
নতুন এই নিয়ম আপাতত দেশের কিছু স্টেশনে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। আগামী দিনে অন্যান্য স্টেশনগুলিতেও এই নিয়ম চালু হবে। নতুন নিয়মে একদিকে যেমন স্টেশনে অযৌক্তিকভাবে মানুষের ভিড় আটকানো যাবে, ঠিক সেই রকমই আবার বিনা টিকিটের যাত্রীদের জন্য রেলের যে ক্ষতি হয়ে থাকে সেই ক্ষতিতেও অনেকটা লাগাম টানা যাবে।