Railway News: যাত্রী সুরক্ষা নিশ্চিত করতে রেলের বিশেষ উদ্যোগ! তৈরি হবে নয়া ওয়েটিং রুম

ভারতীয় রেল মন্ত্রকের তরফে যাত্র-যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে একের পর এক উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। নিত্যদিন রেল স্টেশনগুলিতে হাজার হাজার যাত্রীর ভিড় লেগেই থাকে। এই ভিড়ের জেরে যেকোনো সময় বড়সড় বিপদ ঘটে যায়। বিশেষত উৎসবের দিনগুলিতে যেকোনো বড় স্টেশনে ভিড় থাকে চোখে পড়ার মতো। সম্প্রতি, মহাকুম্ভ চলাকালীন দিল্লী স্টেশনে যাত্রীদের পদপিষ্ট হওয়ার ঘটনা সামনে এসেছে।

এই সকল বিষয়গুলিকে গুরুত্ব দিয়েই যাত্রী নিয়ন্ত্রণের ক্ষেত্রে আরও কঠোর হচ্ছে ভারতীয় রেল। শুক্রবার যাত্রী নিয়ন্ত্রণ সংক্রান্ত উচ্চ পর্যায়ের বৈঠক করতে দেখা যায় কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে। বৈঠক থেকে জানা গিয়েছে, বাঁধন ছাড়া ভিড় নিয়ন্ত্রণে দেশের বড় বড় স্টেশনগুলির বাইরে যাত্রীদের জন্য ‘ওয়েটিং রুম’ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গন্তব্যের ট্রেন স্টেশনে আসার আগেই কেবল সংশ্লিষ্ট যাত্রীরা স্টেশনে আসতে পারবেন। এর বাইরে প্রবেশ করা যাবে না।

আরও পড়ুন: Famous Motorbikes: সেরা এই পাঁচটি বাইকের কাছে হার মানছে সব বাইক!

নয়াদিল্লি, আনন্দ বিহার, বারাণসী, অযোধ্যা ও পাটনা রেল স্টেশনে ভিড় নিয়ন্ত্রণের জন্য ‘পাইলট প্রজেক্ট’ শুরু হয়ে গিয়েছে। তার অগ্রগতির ওপর নজর রেখে পরবর্তী সময় ধাপে ধাপে দেশের আরও ৬০টি স্টেশনে নতুন নিয়ম চালু করা হবে। কেবলমাত্র নিশ্চিত হওয়া সংরিক্ষিত টিকিট থাকা যাত্রীরাই স্টেশনে প্রবেশ করতে পারবেন।

পাশাপাশি, স্টেশনগুলিতে ফুটব্রিজ সম্প্রসারণের কাজ শুরু হবে। ফুটব্রিজগুলি চওড়ায় ১২ মিটার ও ৬ মিটার করার পরিকল্পনা রয়েছে রেলের। নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন জায়গাতে বসানো হবে সিসি টিভি ক্যামেরা।

মহাকুম্ভের ঘটনা থেকে শিক্ষা নিয়েই ওয়েটিং রুম গঠন ও অন্যান্য সিদ্ধান্ত নেওয়া হচ্ছে রেল মন্ত্রকের তরফে