বীরভূমের পাশাপাশি পশ্চিমবঙ্গের জন্য বড় সুখবর দিল ভারতীয় রেল। কেননা এবার বীরভূম সহ রাজ্যের নতুন তিন রেললাইন তৈরির পরিকল্পনা গ্রহণ করলো রেল। পরিকল্পনা অনুযায়ী ডিপিআর তৈরির জন্য পূর্ব রেলকে নির্দেশ দেওয়া হয়েছে। ডিপিআর তৈরি করার কাজ যাতে দ্রুত করা হয় সেই নির্দেশ দেওয়া হয়েছে ২৭ জানুয়ারি প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে।
বীরভূমের সিউড়ি থেকে নলা নতুন রেললাইন তৈরি বিষয়ে বিজেপির রাজ্য সহ-সভাপতি জগন্নাথ চট্টোপাধ্যায় যে দাবি তুলেছিলেন সেই দাবি অনুযায়ী dpr তৈরীর বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে উল্লেখ করা হয়েছে নতুন এই রেললাইন বক্রেশ্বর ধাম ও রাজনগর ধাম হয়ে সিউড়ি ও নলাকে সংযুক্ত করবে। আনুমানিক ৭৩ কিলোমিটার রেললাইন তৈরি করা হবে এই দুই এলাকাতে সংযুক্ত করার জন্য। আর এই কাজ দ্রুততার সঙ্গে করার জন্য এফ এল এস অর্থাৎ ফাইনাল লোকেশন সার্ভে করার জন্য ২ কোটি ১৯ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে।
এমন বিজ্ঞপ্তি প্রকাশ হতেই বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় রেলমন্ত্রক এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে ধন্যবাদ জানিয়েছেন।
বীরভূম ছাড়াও আরামবাগ ও খানাকুলের মধ্যে সাতাশ কিলোমিটার এবং রসূলপুর ও জঙ্গলপাড়ার মধ্যে ৭৮ কিলোমিটার নতুন রেল লাইন তৈরির পরিকল্পনার জন্য ডিপিআর তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।
