আসছে বন্দে ভারতের স্লিপার ক্লাস, অন্দরসজ্জা দেখলে চোখ ধাঁধিয়ে যাবে

নিজস্ব প্রতিবেদন : ভারতীয় রেল (Indian Railways) দেশের নাগরিকদের কাছে কতটা গুরুত্বপূর্ণ তা প্রত্যেকেই জানেন। রেল পরিষেবা একবার স্তব্ধ হয়ে গেলেই যেন থমকে যায় জনজীবন। ভারতীয় রেল কেবলমাত্র যাত্রী পরিবহনের ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এমন নয়, এর পাশাপাশি পণ্য পরিবহনের ক্ষেত্রেও ভারতীয় রেলের ভূমিকা অগ্র গণ্য।

অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পরিষেবার ক্ষেত্রে যাতে কোনো রকম ব্যাঘাত না ঘটে এবং যাত্রীরা যাতে স্বাচ্ছন্দ্যের সঙ্গে সফর করতে পারেন তার দিকে সবসময় নজর দেওয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে ভারতীয় রেলের তরফ থেকে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি করা হয়েছে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। ইতিমধ্যেই এই ট্রেনটি দেশের বিভিন্ন রুটে চলাচল করছে, আগামী দিনে এই ট্রেন দেশের কোনায় কোনায় পৌঁছে যাবে।

তবে প্রিমিয়াম এই ট্রেনটিতে এখনো পর্যন্ত স্লিপার ক্লাস (Sleeper Class) যুক্ত করা হয়নি। ভারতীয় রেল খুব তাড়াতাড়ি এতে স্লিপার ক্লাস যুক্ত করবে এমনই আশ্বাস দিয়েছে। রেলের আশ্বাস মতো ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গিয়েছে এবং সেই স্লিপার ক্লাস কেমন হতে চলেছে তার কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। সেই সকল ছবি দেখলে রীতিমতো চোখ ধাঁধিয়ে যাবে।

স্লিপার ক্লাস যোগ হওয়ার পর বন্দে ভারত এক্সপ্রেস আরও দূরত্বের পথ অতিক্রম করবে এবং রাতেও এই ট্রেন এক জায়গা থেকে অন্য জায়গায় ছুটে যাবে। স্লিপার ক্লাস যোগ হলে যাত্রীরা ঘুমাতে ঘুমাতে এক জায়গা থেকে অন্য জায়গা সফর করতে পারবেন। এখনো পর্যন্ত যে আপডেট পাওয়া গিয়েছে তাতে ২০২৪ সালের প্রথম ত্রৈমাসিকে বন্দে ভারতে স্লিপার ক্লাস যুক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।

আরও পড়ুন : বাংলায় এসে গেল তৃতীয় বন্দে ভারত, বিশ্বাস না হলেও ছুটবে এই রুটে

স্লিপার ক্লাস যুক্ত বন্দে ভারত চালু করার জন্য টাটার সঙ্গে রেলের চুক্তি হয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। বন্দে ভারতের স্লিপার ক্লাস হবে একেবারে অত্যাধুনিক এবং দেশের অন্যান্য প্রিমিয়াম ট্রেনগুলির স্লিপার ক্লাসকে টেক্কা দিতে সক্ষম। স্লিপার ক্লাসে থাকবে সব ধরনের সুবিধা।