সংকটের মাঝেই স্বস্তির খবর, করোনায় ভারতে সুস্থ দেড় লক্ষের বেশি মানুষ

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : মাত্র দিন দশেকের মধ্যে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ছাড়িয়েছে। হ্যাঁ, শেষ দশ দিনে ভারতের করোনার ঊর্ধ্বমুখী গ্রাফ এমনটাই বলছে। আর এই ঊর্ধ্বমুখী গ্রাফ সাধারণ মানুষকে আতঙ্কের মধ্যে ফেলছে তা অনস্বীকার্য। প্রতিনিয়ত আক্রান্তের সংখ্যা বৃদ্ধি সংকট সৃষ্টি করছে দেশে ও দেশের মানুষদের মধ্যে। তবে এই সংকটের মাঝেই একটি স্বস্তির খবর মিলেছে। ইতিমধ্যেই ভারতের দেড় লক্ষের বেশি মানুষ করোনাকে জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

Advertisements

Advertisements

শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে যে রিপোর্ট দেওয়া হয় তাতে দেখা গিয়েছে, দেশের মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ লক্ষের গণ্ডি পেরিয়ে দাঁড়িয়েছে ৩ লক্ষ ৮ হাজার ৯৯৩। গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৪৫৮ জন। গত ২৪ ঘন্টায় দেশে যেমন আক্রান্তের সংখ্যা বেড়েছে ঠিক তেমনই বেড়েছে সুস্থ হয়ে ওঠার সংখ্যাও। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৭,১৩৫ জন। আর এর পরেই দেশে মোট সুস্থ হয়ে ওঠার সংখ্যা দাঁড়ালো ১ লক্ষ ৫৪ হাজার ৩৩০। তবে গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৩৮৬ জনের। দেশে মোট মৃত্যুর সংখ্যা বর্তমানে ৮৮৮৪।

Advertisements

আক্রান্তের সংখ্যা বাড়ার পাশাপাশি সুস্থ হয়ে ওঠার সংখ্যা বাড়ায় ইতিমধ্যেই শতকরা হিসাবে সুস্থ হয়ে ওঠার হার পৌঁছেছে ৪৯.৯৫ শতাংশে। আর বর্তমানে দেশে মোট অ্যাক্টিভ রোগীর সংখ্যা ১ লক্ষ ৪৫ হাজার ৭৭৯ জন। অর্থাৎ সুস্থ হয়ে ওঠার সংখ্যা অ্যাক্টিভ রোগীর সংখ্যার তুলনায় বেশি প্রায় ১০ হাজারের কাছাকাছি। দেশবাসীর সামনে আরও একটি আশার আলো হলো এই যে, সংখ্যার বিচারে আক্রান্তের সংখ্যাটা অনেকটা বেশি হলেও ভারতে রোগী-বৃদ্ধির হার অনেক কম, মাত্র ৩.৮৫ শতাংশ।

Advertisements