Atal Pension Yojana Scheme: চিন্তার দিন শেষ, সরকারী এই স্কিমে লাগবে নামমাত্র টাকা, মাসে মাসে মিলবে মোটা রিটার্ন

Invest to secure your future with Atal Pension Yojana Scheme: বার্ধক্যের সময় যাতে কোনরকম আর্থিক সমস্যার সম্মুখীন হতে না হয় সেই কারণে সবাই চায় একটি সুরক্ষিত ভবিষ্যৎ। আর্থিক সমস্যা কিংবা কোনরকম চিন্তাভাবনা ছাড়া যাতে বার্ধক্য সুস্থভাবে কাটতে পারে তার জন্য অবশ্যই করা উচিত কিছু পরিকল্পনা। এক্ষেত্রে পেনশন আপনাকে অনেকটাই অর্থনৈতিক দিক থেকে শক্ত করে তোলে, যা বার্ধক্যের ভরসা বলা যেতে পারে। সরকারি চাকরিজীবীরা পেনশন পেলেও অন্যান্যদের ক্ষেত্রে কিন্তু তেমনটা হয় না। তাই এই সরকারি স্কিমে (Atal Pension Yojana Scheme) বিনিয়োগ করলে আপনি অবশ্যই লাভবান হবেন।

এই পেনশন স্কিমটি সরকারি যোজনার অন্তর্গত। আপনি বার্ধক্যের জন্য বিনিয়োগ করতে পারেন যুবক বয়স থেকে। অল্প করে টাকা বিনিয়োগ করে আপনি প্রত্যেক মাসে পেয়ে যাবেন একটি মোটা অংকের পেনশন। এর ফলে আপনার ভবিষ্যৎ আর্থিক দিক থেকে মজবুত হবে। অনেকেই আছে বার্ধক্যজনিত কারণে শারীরিক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, সেই সব মানুষদের জন্য এই পেনশন যোজনা সত্যি কার্যকরী।

এই স্কিমে (Atal Pension Yojana Scheme) আপনি কতটা বিনিয়োগ করবেন তা নির্ভর করবে আপনি কবে থেকে টাকা জমাচ্ছেন তার উপর। আপনি অনায়াসে ১০০০ টাকা থেকে ৫০০০ টাকা পর্যন্ত পেনশন পেতে পারেন। এই স্কিমে বিনিয়োগের বয়সসীমা ১৮ থেকে ৪০ বছর। এই স্কিমের আওতায় আপনি যদি ৪০ বছর বয়স থেকে বিনিয়োগ শুরু করেন তবে ৬০ বছর পর থেকে পেনশন শুরু হয়ে যাবে।

ধরুন কোনও ব্যক্তি যদি প্রতি দিন ৭ টাকা করে জমায় মাসে তাহলে ২১০ টাকা বিনিয়োগ করেন। ১৮ বছর থেকে এই বিনিয়োগ শুরু করলে আপনি ৬০ বছরের পরে ৫০০০ টাকা পেনশন পেতে পারেন। আবার কোনও ব্যক্তি যদি মাসে মাত্র ৪২ টাকা করে ১৮ বছর বয়স থেকে বিনিয়োগ শুরু করেন, তবে অনায়াসে ১০০০ টাকা পেনশন পাবেন।

ভাবুন এই স্কিমে স্বামী এবং স্ত্রী উভয় যদি প্রতি মাসে ১০০০০ টাকা পর্যন্ত পেনশন পান, তাহলে বার্ধক্যের বড় ভরসা হবে। স্কিমটি ২০১৫ থেকে ১৬ সালের মধ্যে শুরু হয়েছিল কিন্তু এর জনপ্রিয়তা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এখন পর্যন্ত ৫ কোটিরও বেশি মানুষ APY স্কিমে (Atal Pension Yojana Scheme) যোগ দিয়েছেন। এতে বিনিয়োগ করে আপনি অবসর গ্রহণের পর আপনার নিয়মিত আয় নিশ্চিত করতে পারেন।