LIC Jeevan Shanti plan: ভবিষ্যৎ নিয়ে চিন্তা নেই! একবার টাকা জমা করলেই মালামাল হওয়ার সুযোগ দিচ্ছে LIC

Investing in LIC Jeevan Shanti plan is secure for the secure future: প্রত্যেকটা মানুষেরই কর্মজীবনের শুরু থেকে আর্থিক সঞ্চয় শুরু করা উচিত ভবিষ্যতের কথা চিন্তা করে। কিন্তু বহু মানুষের কাছে টাকা জমানো সত্যি বড়ই কঠিন ব্যাপার। বাজারে কিন্তু বিনিয়োগ করার অনেক অপশন আছে কিন্তু কোন খাতে বিনিয়োগ করবেন তা নির্ভর করে আপনার উপর। অনেকেই কোন খাতে বিনিয়োগ করবেন সেটা ঠিকমতো বুঝে উঠতে পারেন না। একটা কথা সবারই জানা উচিত যে বিনিয়োগের সবথেকে সুরক্ষিত উপায় হলো এলআইসি। বিনিয়োগের দিক থেকে সুরক্ষিত LIC হল কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা একটি অপশন। সব ধরনের মানুষের জন্যই এলআইসিতে আছে বিভিন্ন ধরনের স্কিম। এলআইসির নিউ জীবন শান্তি প্রকল্প হলো তারই একটি উদাহরণ (LIC Jeevan Shanti plan)।

আপনি যদি এই ধরনের সিঙ্গল প্রিমিয়াম প্রকল্পে বিনিয়োগ করেন তাহলে নিশ্চিতরূপে মোটা টাকার রিটার্ন পাওয়া সম্ভব (LIC Jeevan Shanti plan)। এছাড়া বার্ষিক রিটার্ন বা অ্যানুয়িটি রেটও নিশ্চিত। এলআইসি-র এই প্রকল্পে দুই ধরনের অ্যানুয়িটি প্ল্যান রয়েছে। এগুলির মধ্যে উল্লেখযোগ্য হল- ডেফার্ড অ্যানুয়িটি ফর সিঙ্গল লাইফ, ডেফার্ড অ্যানুয়িটি ফর জয়েন্ট লাইফ। আপনার অবশ্যই মনে রাখতে হবে যে, আপনি যে অ্যানুয়িটি প্ল্যান বেছে নেবেন, ভবিষ্যতে আপনি
তার আর পরিবর্তন করতে পারবেন না।

আপনার বয়স যদি ৩০ বছরের ঊর্ধ্বে হয় তাহলে নিশ্চিন্তেই এলআইসির নিউ জীবন শান্তি প্ল্যানে (LIC Jeevan Shanti plan) বিনিয়োগ করতে পারেন। LIC এর এই প্রকল্পে বিনিয়োগের সর্বোচ্চ বয়স হলো ৭৯ বছর। এই প্রকল্পে আপনাকে বিনিয়োগ করতে হবে দেড় লক্ষ টাকা। কোনরকম উর্ধ্বসীমা নেই এই প্রকল্পে বিনিয়োগের জন্য। এই প্রকল্প যদি একবার ৫ লক্ষ টাকা বা তার বেশি বিনিয়োগ করতে পারেন, তাহলে অবশ্যই আপনি মোটা অঙ্কের রিটার্ন পাবেন।

আপনি যদি এতে বিনিয়োগ করেন সর্বাধিক ১২ বছর অবধি পেনশন পেতে পারেন। এই প্রকল্পে ন্যূনতম ১ বছর ও সর্বাধিক ১২ বছর অবধি পেনশন পাওয়া যেতে পারে। এলআইসির নিউ জীবন শান্তি প্ল্যানের (LIC Jeevan Shanti plan) অধীনে আপনি প্রতি মাসে, ত্রৈমাসিক, অর্ধ বর্ষে বা বার্ষিক বিনিয়োগ করতে পারেন।

আপনি যদি এলআইসির নিউ জীবন শান্তি পলিসির অধীনে ৩০ বছর বয়সে ৫ বছরের জন্য ১০ লক্ষ টাকা বিনিয়োগ করেন, তাহলে রিটার্ন হিসাবে বার্ষিক ৮৬,৭৮৪ টাকা রিটার্ন পেতে পারেন। আবার যদি ১২ বছরের জন্য বিনিয়োগ করত চান, তাহলে বার্ষিক ১ লক্ষ ৩২ হাজার ৯২০টাকা পেনশন হিসাবে পাবেন। ধরুন আপনি ৪৫ বয়সে ১০ লক্ষ টাকার একটি পেনশন প্রকল্প কেনেন এবং ৫ বছর বিনিয়োগ করেন, তাহলে বার্ষিক ৯০ হাজার ৪৫৬ টাকা পাবেন।