করোনার জেরে পিছিয়ে গেল IPL, ২৯ মার্চের পরিবর্তে ১৫ই এপ্রিল

নিজস্ব প্রতিবেদন : চলতি বছর ১৩ তম আইপিএল শুরু হওয়ার কথা ছিল ২৯ শে মার্চ। কিন্তু আপাতত সেই দিনক্ষণ অনুযায়ী লীগ শুরু হচ্ছে না। ২৯ মার্চের জায়গায় লীগ শুরু হবে ১৫ই এপ্রিল থেকে। তবে করোনাভাইরাসের জেরে আইপিএল হবে কিনা তা নিয়ে প্রথম থেকেই ধোঁয়াশার সৃষ্টি করেছিল ক্রিকেটপ্রেমীদের মধ্যে। আর সেই ধোঁয়াশাকে সত্যি করে আপাতত পিছিয়ে গেল আইপিএল।

করোনাভাইরাসের বাড়বাড়ন্তের মুহূর্তে বিসিসিআই সিদ্ধান্ত নিয়েছে এই মুহূর্তে লিগ শুরু করা সম্ভব নয়। লীগ শুরু হবে ১৫ই এপ্রিল থেকে বলে ইতিমধ্যেই তারা সংবাদমাধ্যমকে জানিয়ে দিয়েছে। পাশাপাশি সব ফ্র্যাঞ্চাইজিদেরও এই খবর দেওয়া হয়েছে। আর এই বিষয়ে নির্দেশিকা জারি করেছেন বিসিসিআই বোর্ড সচিব জয় শাহ।

বোর্ড সচিব জয় শাহ নির্দেশিকায় স্পষ্ট জানিয়েছেন, “করোনা ভাইরাসের প্রকোপ থেকে বাঁচতে ২৯ শে মার্চের পরিবর্তে ১৫ই এপ্রিল থেকে আইপিএল শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী তরফ থেকে বোর্ডকে অ্যাডভাইজারি পাঠানো হয়েছিল তার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মানুষের স্বাস্থ্য, পাশাপাশি এই লীগে অংশগ্রহণকারী ফ্র্যাঞ্চাইজিগুলির লাভের প্রশ্ন দেখে বোর্ড এমন সিদ্ধান্ত নিয়েছে।”

তবে আগেই কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছিল ১৪ই এপ্রিল পর্যন্ত বেশিরভাগ ক্ষেত্রেই বিদেশিদের ভিসা দেওয়া হবে না। তারপরে প্রশ্ন উঠতে থাকে তাহলে আইপিএল যদি নির্ধারিত দিনক্ষণ অনুযায়ী শুরু হয় তাহলে বিদেশি খেলোয়াড়দের কি হবে? এরপরে আবার মহারাষ্ট্র সরকার জানিয়েছে আইপিএলের উদ্বোধনী ম্যাচের টিকিট তারা বিক্রি করবে না। আইপিএল নিয়ে জটিলতা বাড়ার পাশাপাশি পরে আবার দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া জানান, এই পরিস্থিতিতে কোনভাবেই দিল্লিতে আইপিএল খেলা করানো সম্ভব নয়। অন্যদিকে মাদ্রাজ হাইকোর্টে আইপিএল স্থগিত জন্য একটি জনস্বার্থ মামলাও করা হয়।