করোনার জেরে প্রশ্ন উঠতে শুরু করেছে IPL নিয়ে, জরুরি বৈঠক বোর্ডের

নিজস্ব প্রতিবেদন : করোনাভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে বিশ্বজুড়ে। এই ভাইরাস বর্তমানে ত্রাসের আরেক নামে পরিণত হয়েছে। আর এই ভাইরাসের সংক্রমণ থেকে বাদ যায়নি ভারতও। ইতিমধ্যেই ভারতের সংক্রমিত ব্যক্তির সংখ্যা ৫০ ছাড়িয়েছে। আর এই ভাইরাসের থেকে মুক্তি পাওয়ার জন্য যেহেতু কোন রকম ওষুধ বা প্রতিষেধক না থাকায় একমাত্র সতর্কতাই হল সংক্রমণ থেকে বাঁচার উপায়।

করোনা ভাইরাসের এই বাড়বাড়ন্তের মধ্যেই আগামী ২৯ শে মার্চ থেকে রয়েছে চলতি বছরের আইপিএল খেলার সূচি। খেলা শুরু হওয়ার আগে হাতে মাত্র কয়েকটা দিন, আর এই মুহূর্তেই আইপিএল বাতিলের ডাক উঠেছে। ইতিমধ্যেই মাদ্রাজ হাইকোর্টে আইপিএল বাতিলের জন্য একটি জনস্বার্থ মামলাও হয়েছে। আর এমন পরিস্থিতিতে কী করা উচিত তা নিয়ে আইপিএল গভর্নিং কাউন্সিল জরুরি বৈঠক ডেকেছে আগামী শনিবার অর্থাৎ ১৪ই মার্চ।

যদিও বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় আগেই জানিয়েছিলেন করোনার জের আইপিএলে কোনো প্রভাব ফেলবে না। আবার অন্যদিকে এই দিন কয়েক আগে মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী আইপিএল বন্ধের ডাক দিয়েছিলেন। কারণ করোনাভাইরাসের এই বাড়বাড়ন্তের মুহূর্তে যে কোন জমায়েত থেকেই এই ভাইরাসের সংক্রমণ বাড়তে পারে এমনটাই মনে করা হচ্ছে।

করোনাভাইরাসের সংক্রমণ থেকে ভারতীয় ক্রিকেটারদের সতর্ক থাকার জন্য ইতিমধ্যেই বেশ কিছু নির্দেশিকা বোর্ডের তরফ থেকে দেওয়া হয়েছে। যেমন হোটেলের বাইরে খাওয়া-দাওয়ায় নিষেধাজ্ঞা, টিম ছাড়া অন্য কারোর কাছাকাছি না যাওয়া, হাত মেলানো, অজানা অপরিচিত ফোন থেকে সেলফি তোলার উপর নিষেধাজ্ঞা ইত্যাদি বেশ কিছু বিধিনিষেধ।

কিন্তু এত সবের পরেও আইপিএলের ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন চিহ্ন। আগামী শনিবারের বৈঠক শেষ না হওয়া পর্যন্ত এবারের আইপিএল আদৌ হবে না হবে না তা বলা সম্ভবপর হয়ে উঠছে না। আইপিএলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল জানিয়েছেন, বিসিসিআই সমস্ত পরিস্থিতির দিকে নজর রাখছে। আগামী শনিবার বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী, জয় শাহদের বৈঠকের পর সিদ্ধান্তের কথা জানানো হবে। আবার এও শোনা যাচ্ছে যে, করোনার সংক্রমণ থেকে দূরে থাকতে এবছর ফাঁকা গ্যালারিতেও আইপিএলের আয়োজন হতে পারে।