আইআরসিটিসির নতুন নিয়মে মাথায় হাত পড়েছে ওয়েটিং লিস্টের যাত্রীদের! কিন্তু কী সেই নিয়ম?

ভারতীয় রেলওয়ে চলতি বছরের ১ মে থেকে ওয়েটিং লিস্টের যাত্রীদের জন্য বড় পরিবর্তন এনেছে। ভ্রমণকে আরও স্বচ্ছ ও ঝামেলামুক্ত করতে এই নতুন নিয়ম চালু করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, যাদের টিকিট ওয়েটিং লিস্টে থাকবে, তারা আর স্লিপার বা এসি কোচে সফর করতে পারবেন না। কেবলমাত্র নিশ্চিত টিকিটধারীরাই এখন থেকে এই কোচগুলিতে যাত্রার সুযোগ পাবেন।

লক্ষ্য একটাই টিকিট নিয়ে দীর্ঘদিনের বিশৃঙ্খলা ও দুর্নীতি বন্ধ করা এবং যাত্রীদের নিরাপদ ও নিশ্চিন্ত যাত্রার অভিজ্ঞতা দেওয়া। ১ মে থেকেই এই নিয়ম কার্যকর হয়েছে। তাই ট্রেনে ভ্রমণ করতে চাইলে অনেক আগেই টিকিট নিশ্চিত করে রাখতে হবে। ওয়েটিং লিস্টের টিকিট হাতে থাকলে আর স্লিপার বা এসি কোচে ওঠা যাবে না।

আরও পড়ুন: ক্রিকেট দুনিয়ায় বীরভূমের নাম উজ্জ্বল করলো ছোট্ট সুবর্ণ! পেল সৌরভের থেকে পুরস্কার

নতুন ব্যবস্থায় IRCTC-এর ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমে যাত্রীরা সহজেই নিজের টিকিট স্ট্যাটাস দেখতে পারবেন। এতে আগে থেকেই প্রস্তুতি নেওয়া সম্ভব হবে এবং ভ্রমণ হবে অনিশ্চয়তা-হীন। ভারতীয় রেলের আইনের অধীনে এই নিয়ম কার্যকর হচ্ছে। স্টেশন ও ট্রেনের টিকিট পরীক্ষকরা নিয়ম কঠোরভাবে পালন করাবেন।

নিয়ম না মানলে জরিমানা এবং পরবর্তী স্টেশনে ট্রেন থেকে নামিয়ে দেওয়ার ব্যবস্থাও থাকছে। অনেকদিন ধরেই এই পরিবর্তন নিয়ে আলোচনা চলছিল। অবশেষে তা বাস্তব রূপ পেল। এখন থেকে বৈধ টিকিটধারীরাই নিশ্চিন্তে ও সুরক্ষিতভাবে রেলে সফর করতে পারবেন।