Railway News: নববর্ষের দিন থেকে তৎকাল টিকিট বুকিংয়ের সময় পরিবর্তন হচ্ছে? রেল সূত্রে যা জানানো হল

যাত্রী সুবিধার কথা মাথায় রেখে ও দ্রুত পরিষেবা দেওয়ার লক্ষ্যে আগামী ১৫ এপ্রিল থেকে ভারতীয় রেলওয়ের তরফে তৎকাল টিকিট বুকিংয়ের নিয়মে একটি বিরাট বদল আনা হচ্ছে। রেলওয়ে তৎকাল বুকিংয়ের সময় বদল এসেছে যা আগের তুলনায় আরও সহজ হয়েছে। ইতিমধ্যেই এই খবর চারিদিকে ছড়িয়ে পড়তে নতুন করে যখন চর্চা শুরু হয়েছে তখন রেলের তরফে এই বিষয়কে কেন্দ্র করে কিছু ব্যাখ্যা দেওয়া হয়েছে।

ইন্ডিয়ান রেলওয়ে কেটারিং অ্যান্ড ট্যুরিজ়ম কর্পোরেশনের তরফে এক বিবৃতি প্রকাশ করা হয়েছে। তা থেকে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই সোশাল মিডিয়া সহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম তৎকাল টিকিট বুকিংয়ের সময় সংক্রান্ত একাধিক তথ্যে ভরে গিয়েছে। সেখানে উল্লেখিত রয়েছে, তৎকাল টিকিটের সময় পরিবর্তন আসছে এসি এবং নন-এসি কোচের আসন সংরক্ষণের ক্ষেত্রে। এই নতুন নিয়ম আগামী ১৫ এপ্রিল থেকে কার্যকর হতে চলেছে।

আরও পড়ুন: Tourist Spot: নববর্ষের ছুটিতে নতুন অভিজ্ঞতা সঞ্চয় করতে বেরিয়ে আসুন সবুজে ঘেরা জয়পুর থেকে! কলকাতা থেকে দূরত্ব মাত্র চার ঘণ্টা

এমন তথ্য ছড়িয়ে পড়ার কারণে যাত্রীদের মধ্যে একটা ভুল বার্তা পৌঁছাচ্ছে। যার ফলে বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি হচ্ছে।আইআরসিটিসির তরফে আরও জানানো হয়েছে, তৎকাল টিকিট বুকিংয়ের সময়ের কোনও বদল ঘটছে না। আগে যে নিয়মে টিকিট বুকিং চলত সেই নিয়মই বহাল থাকছে। সমাজমাধ্যমে সময় বদলের তথ্য ছড়িয়েছে তা একবারেই ভুয়ো। তৎকাল এবং প্রিমিয়াম তৎকাল দুই টিকিট বুকিংয়ের ক্ষেত্রেই কোনও নতুন নিয়ম আসছে না।

আইআরটিসির তথ্য বলছে, বিশেষত কিছু ট্রেনের ক্ষেত্রে প্রান্তিক স্টেশন থেকে ছাড়ার নির্ধারিত দিনের আগের দিন তৎকাল টিকিট বুক করতে পারেন যাত্রীরা। ওই দিন সকাল ১০টায় এসি শ্রেণির (২এ, ৩এ, সিসি, ইসি, ৩ই) তৎকাল টিকিট বুক করা যায়। অন্যদিকে, নন-এসির ক্ষেত্রে (স্লিপার, এফসি, ২এস) টিকিট বুক করার সময় সকাল ১১টা। তাই এখন যে নির্ধারিত সময়ে তৎকাল টিকিট বুক করতে পারেন যাত্রীরা তাতে কোনও পরিবর্তন আসেনি বলেই খবর রেল সূত্রে।