মকর সংক্রান্তির দিন ভয়ঙ্কর একটি ঘটনার সাক্ষী থাকলো বীরভূমের সিউড়ি শহর। যে ঘটনাকে শুধু ভয়ংকর ঘটনা বললে কম হবে বলেই মনে করছেন অনেকেই, কেননা এই ঘটনা রীতিমতো হাড় হিম করছে সাধারণ মানুষদের। যে ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই ভাইরাল।
আসলে মকর সংক্রান্তির দিন বুধবার সিউড়ির একটি সরকারি স্কুলের গেটের সামনে বেশ কয়েকজন পড়ুয়া দাঁড়িয়েছিল। অন্যদিকে গেটের অপর প্রান্তে খেলা করছিল আরও কয়েকজন পড়ুয়া। এমন অবস্থায় লোহার গেটের একটি দিক আচমকা ভেঙ্গে স্কুলের সামনে দাঁড়িয়ে থাকা পড়ুয়াদের ঘাড়ে পড়ে যায়। ঘটনার মুহূর্তে গেটের সামনে দাঁড়িয়ে থাকা পড়ুয়ারা গেটের নিচে ঢাকা পড়ে গেলে তড়িঘড়ি পথ চলতি মানুষেরা গেটটিকে সরিয়ে তাদের উদ্ধার করেন। এমন ঘটনাই স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে পড়ুয়া থেকে অভিভাবকদের মধ্যে।
ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ছুটে আসছেন পড়ুয়াদের অভিভাবকরা। তাদের চোখ মুখ দেখলেই স্পষ্ট বোঝা যায় তারা কতটা আতঙ্কিত।
জানা যাচ্ছে, এমন দুর্ঘটনায় ওই স্কুলের চারজন পড়ুয়া আহত হয়েছে। যদিও আঘাত খুব একটা গুরুতর নয় বলেই জানা যাচ্ছে স্কুল সূত্রে। বরাতজড়ে ওই সকল পড়ুয়ারা রক্ষা পেয়েছেন বলেও মত অনেকের।
