Isha Ambani: Jio তে বড় বদল, মুকেশ কন্যা ইশাকে দেখা যাবে বিশেষ ভূমিকায়

Isha Ambani is going to take up the new post of Jio very soon: রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড হল দেশের সব থেকে বেশি রফতানিকারক সংস্থা। খুব শীঘ্রই তারা আম্বানি কন্যা ইশা আম্বানির (Isha Ambani) কাঁধে একটি নতুন দায়িত্ব দিতে চলেছে। ইশা আম্বানি নন-এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে যোগ দেবেন জিও-এর আর্থিক পরিষেবার শাখায়। ৩১ বছর বয়সী ইশা আম্বানি ২০১৬ সালে জিও চালু করার সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, এছাড়া তিনি রিলায়েন্স রিটেলের এক্সেকিউটিভ নেতৃত্ব দলের অংশ। ইশা কিন্তু পিরামল গ্রুপের ব্যবসায়ী আনন্দ পিরামলের স্ত্রী।

আম্বানির পুত্র কন্যাদের মধ্যে ইশা আম্বানির শিক্ষাগত যোগ্যতা সবথেকে বেশি। স্কুল শেষ হবার পর তিনি ইয়েল ইউনিভার্সিটির থেকে স্নাতক হন এবং স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে সাইকোলজি এবং সাউথ এশিয়ান স্টাডিজ এবং এমবিএ নিয়ে ডবল মেজর করেন। তার (Isha Ambani) দৌলতে রিলায়েন্স রিটেল এক নতুন ব্যবসায়িক সাফল্য লাভ করেছে এবং মূল লক্ষ্য হল গ্রাহকদের সামগ্রিক অভিজ্ঞতার উন্নয়ন।

ইশা আম্বানির (Isha Ambani) নিয়োগের ব্যাপারে কি বলছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ? তাদের বক্তব্য অনুসারে ইশা আম্বানির নিয়োগ সম্পূর্ণ কোম্পানির শেয়ারহোল্ডারদের পাশাপাশি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের অনুমোদন সাপেক্ষে। এই নিয়োগ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-এর অনুমোদন প্রাপ্তির তারিখ থেকে কার্যকর হবে। কোম্পানির বোর্ড কিন্তু ইশা আম্বানি ছাড়াও ম্যাকলারেন স্ট্র্যাটেজিক ভেঞ্চারস-এর হিতেশ শেঠিয়াকে রিলায়েন্স স্ট্র্যাটেজিক ভেঞ্চার্সের সিইও এবং এমডি নিয়োগ করার অনুমোদন পেয়েছে। এটি পরবর্তীকালে জিও ফিনান্সিয়াল হিসাবে ৩ বছরের জন্য নামকরণ করা হবে।

সূত্রের মাধ্যমে জানা গেছে যে, প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব রাজীব মেহরিশি এবং পঞ্জাব ন্যাশেনাল ব্যাঙ্ক (PNB)-এর প্রাক্তন এমডি এবং সিইও সুনীল মেহতাও স্বাধীন পরিচালক হিসাবে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজে যোগ দেবেন। রাজীবের আসল পরিচয় হলো তিনি একজন অবসরপ্রাপ্ত ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস (IAS) এর অফিসার। উনি ছিলেন রাজস্থান ক্যাডারের অন্তর্গত ১৯৭৮ ব্যাচের অফিসার। রাজীবের অভিজ্ঞতা ৪২ বছরের অনেক বেশি। এছাড়া তিনি কেন্দ্র এবং রাজস্থান সরকারের নানা গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। তার গুরুত্বপূর্ণ পদ ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব হিসাবে। পাশাপাশি ভারতের 13 তম নিয়ন্ত্রক ও নিরীক্ষক জেনারেল ছিলেন তিনি।

তাকে পদ্মভূষণ সম্মানে ভূষিত করা হয় ২০২২ সালে। ডিমারজার স্কিমের রেকর্ড তারিখ হিসাবে নির্ধারণ করেছে জুলাই মাসের ২০ তারিখ। যার অধীনে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর শেয়ারহোল্ডাররারিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর মালিকানাধীন প্রতিটি শেয়ারের জন্য জিও ফিনান্সিয়াল এর একটি শেয়ার পাবেন। ভারতের মুম্বাইতে আছে সদর দপ্তর। এটি একটি ভারতীয় বহুজাতিক সংস্থা, ইশা আম্বানি (Isha Ambani) এই সংস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। এই কোম্পানির মূল ব্যবসার হলো শক্তি, পেট্রোকেমিক্যাল, প্রাকৃতিক গ্যাস, রিটেল, টেলিযোগাযোগ, গণমাধ্যম এবং টেক্সটাইল।