TRP-র নিরিখে সেরা জগদ্ধাত্রী-দিদি নম্বর ১, বাকিদের কী হাল

একে অপরকে জোরদার টক্কর দিচ্ছে ধারাবাহিক গুলি। সকলেই প্রাণপণ চেষ্টা করছে তাদের গল্পের মাধ্যমে দর্শকদের মনোরঞ্জন করার। এই সপ্তাহের রেটিং চার্টে গত সপ্তাহের তুলনায় অস্বাভাবিক স্থান পরিবর্তন হয়েছে সিরিয়াল গুলির। সপ্তাহ শেষে টিআরপি লিস্টের উপরের দিকে ওঠার চেষ্টা করে দর্শকের পছন্দের সিরিয়ালগুলি। সপ্তাহ শুরুর আগেই জানা যায় জনপ্রিয়তার নিরিখে কে এগিয়ে আর কে পিছিয়ে। প্রতি বৃহস্পতিবার প্রকাশ্যে আসে এই রিপোর্ট কার্ড। এই দিন জানা যায়, কোন সিরিয়াল দখল করেছে প্রথম স্থান। দর্শকের পছন্দ অনুযায়ী সেরা ১০টি সিরিয়াল কোনগুলি সেটাও জানা যায়। এটাও জানা যায় কোন ধারাবাহিকের জনপ্রিয়তা কমে যাচ্ছে।

এই সপ্তাহেও প্রথম স্থান পেয়েছে জগদ্ধাত্রী। ওই ধারাবাহিকের টি আর পি রেটিং ৮.৮। অঙ্কিতা মল্লিক এবং সৌম্যদীপ মুখোপাধ্যায় অভিনীত ওই সিরিয়ালটি গত সপ্তাহেও প্রথম স্থান অধিকার করেছিলো। এই বছরের ২৯ অগাস্ট শুরু হয়েছিল এই সিরিয়ালটি। স্নেহাশিস চক্রবর্তী প্রযোজনায় এই সিরিয়ালটি বেশ কয়েকটা সপ্তাহ ধরেই প্রথম স্থান পেয়ে আসছে। অন্য সিরিয়াল গুলির তুলনায় এই সিরিয়ালের গল্প বেশ আলাদা। আর সেই কারণেই হয়ত দর্শকের মনে জায়গা করে নিয়েছে এই সিরিয়ালটি।

সকলকে চমকে দিয়ে এই সপ্তাহে দ্বিতীয় স্থান পেয়েছে খেলনা বাড়ি ধারাবাহিকটি। এটির টিআরপি রেটিং ৮.২। বোঝাই যাচ্ছে এটিও জনগণের বেশ মনে ধরেছে। এই সপ্তাহে তৃতীয় স্থান পেয়েছে অনুরাগের ছোঁয়া। বর্তমানে এই ধারাবাহিকে সূর্যর বিয়ে হতে চলেছে, আর বিয়ে নিয়ে রয়েছে টান টান উত্তেজনা হয়তো সেই কারণেই টিআরপি রেটিং-এ ৭.৬ স্কোর করেছে এই সিরিয়ালটি। এই সপ্তাহে চতুর্থ স্থান পেয়েছে গৌরী এল। টিআরপি লিস্টে ৭.৫ রেটিং পেয়েছে এই ধারাবাহিক।

পল্লবী শর্মার নিম ফুলের মধু রয়েছে পঞ্চম স্থানে। সিরিয়ালটির টেলিভিশন রেটিং পয়েন্ট ৭.৩। এই সপ্তাহে ষষ্ঠ স্থান পেয়েছে ধুলোকণা, এই সিরিয়ালের টিআরপি ৭.২। সপ্তমে আছে ‘আলতা ফড়িং’ এই সিরিয়ালের প্রাপ্তি ৭.১ পয়েন্ট। এইবার যৌথভাবে অষ্টম স্থানে আছে ‘মিঠাই’ ও ‘গাঁটছড়া’ তারা পেয়েছে ৭.০ পয়েন্ট। নবমে আছে ‘মাধবীলতা’ ৬.৬ নম্বর নিয়ে এবং দশমে স্থানে ‘সাহেবের চিঠি’ পেয়েছে ৬.৪ রেটিং পয়েন্ট। এদিকে রিয়্যালিটি শো গুলির বিচারে প্রতিবারের মতো প্রথম স্থানে রয়েছে দিদি নম্বর ওয়ান। যার প্রাপ্ত রেটিং ৫.৬। ৪.৯ রেটিং পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে সা রে গা মা পা।

বর্তমানে দর্শকদের মনোরঞ্জন করার জন্য, প্রতিটা গল্পে আসছে নতুন নতুন গল্প। বারবার পরিবর্তন করা হচ্ছে ধারাবাহিক গুলি সম্প্রচারের সময়। বর্তমানে নতুন শুরু হওয়া একাধিক ধারাবাহিক গুলি ভাল স্কোর করেছে। তার তুলনায় এক সময়ের উপরের দিকে থাকা সিরিয়ালগুলির যথেষ্ট খারাপ ফল হচ্ছে। আগামী দিনে আসছে আরও বেশ কয়েকটি ধারাবাহিক। তখন টিআরপি-র এই লড়াইয়ে কে থাকবে এগিয়ে আর কে পিছিয়ে, তা সময়ই বলবে।