Egg Seller: ডিম বিক্রি করে মোটা অংকের টাকা উপার্জন! জলপাইগুড়ির এই যুবক রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে

এই ডিজিটাল যুগে ৮ থেকে ৮০ প্রায় সকলের হাতেই রয়েছে স্মার্টফোন। তাই স্মার্টফোন ব্যবহার করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খুব সহজেই ভাইরাল হচ্ছেন নানান মানুষ। ইতিমধ্যেই জনপ্রিয় হয়েছেন নন্দিনী দিদি থেকে শুরু করে পরোটা বিক্রেতা রাজু দা। শহর তথা রাজ্যের বুকে এমন হাজার হাজার মানুষ নিত্যদিন নিজের মাথার ঘাম পায়ে ফেলে পেটের ভাত জোগাচ্ছে।

তারই মধ্যে কিছু মানুষ তাদের নিজ কায়দায় ব্যবসা করে ভাইরাল হচ্ছেন। চাকরি ও ব্যবসার মধ্যে আয়ের পার্থক্য করলে দেখা যাচ্ছে এমন অনেক ব্যবসায়ী রয়েছে যারা ভালো চাকরি না করে, নিজ কষ্টে ব্যবসা করেই অতিরিক্ত অর্থ উপার্জন করছেন।জলপাইগুড়ির বাসিন্দা এক ব্যক্তি এমনই এক কান্ড করে হৈচৈ ফেলে দিয়েছে।

আরও পড়ুন: Loan Crime: ঋণ মেটাতে কিডনি বিক্রির চাপ, অপকর্মে গ্রেফতার সুদখোর পাচারকারী, কেন?

জানা গিয়েছে, জলপাইগুড়ির এই যুবক ডিম সিদ্ধ বিক্রি করে মোটা অংকের টাকা উপার্জন করছেন। বছরের শেষে লক্ষ লক্ষ টাকা ঢুকছে তার পকেটে। জলপাইগুড়ি শহরের এই ডিম বিক্রেতা নিত্যদিন সিদ্ধ ডিম মানুষের মুখে তুলে দিয়ে টাকায় ফুলেফেপে উঠছে। প্রতিদিন প্রায় ৪০০ সিদ্ধ ডিমের পাশাপাশি ডিমের অমলেট বানিয়ে বিক্রি করছেন তিনি। মাসের শেষে প্রায় ৫০,০০০ হাজার টাকা পর্যন্ত রোজগার করছেন এই ব্যক্তি।

এবার চিন্তা করে দেখুন প্রতি বছরের শেষে তার লাভের পরিমাণ কত হচ্ছে। যা হারিয়ে দেবে ভালো চাকরির মাইনেকে। সিদ্ধ ডিম বিক্রেতার কথায়, প্রতিদিন প্রায় ৪০০ পিস ডিম বিক্রি হয় দোকান থেকে। তবে শুধু লোকাল ডিম নয়, হাঁসের ডিম, পোল্টির ডিম, সহ ডবল ডিম সিদ্ধ পাওয়া যায় তার দোকানে। এছাড়া ডিমেরঅমলেট ও বিক্রি করেন এই ক্রেতা। প্রতিদিন জলপাইগুড়ি শহরের বুকে বিকেল হতে না হতেই তার দোকানে মানুষের ভিড় উপচে পড়ে ডিম খাওয়ার জন্য যা থাকে রাত পর্যন্ত। শুধু তাই নয়, এই ডিম বিক্রি করে তিনি অনেক প্রশংসাও কুড়িয়েছেন।

ডিম বিক্রেতা বিজয় বারইয়ের তরফে জানা গিয়েছে, এই একটি মাত্র উপার্জনের পথ রয়েছে তার। তিনি জানিয়েছেন, বহু বছর ধরে এই ডিম সিদ্ধ সহ অমলেট বিক্রি করছেন তিনি। আর সেই আয় থেকেই তিনি আজ এতটা প্রতিষ্ঠিত হতে পেরেছেন। তিনি বলেন, বর্তমানে তার কাছে গাড়ি থেকে বাড়ি সবকিছুই রয়েছে। বেকার ছেলেমেয়েরা চাইলেই এভাবে ব্যবসা করে রোজগার করতে পারে। তাতে তারা পরিবারের স্বচ্ছলতা আনতে পারবে।