Jimmy Anderson: বুড়ো হাড়ে অনন্য নজির অ্যান্ডারসনের! ধর্মশালাতেই গড়লেন দুর্দান্ত রেকর্ড

James Anderson created a record as the world’s first pacer.: বয়স শুধু একটি সংখ্যামাত্র। ধর্মশালায় শেষ টেস্ট ম্যাচে বিশ্বের প্রথম পেসার হিসাবে দুর্দান্ত এক নজির গড়লেন জেমস অ্যান্ডারসন (Jimmy Anderson)। টেস্ট ক্রিকেটের ১৪৭ বছরের ইতিহাসে যা কখনো ঘটেনি তাই করে দেখালেন তিনি। সিরিজের ফয়সালা আগেই হয়ে গিয়েছিল। এক বাকি থাকতেই ইংলিশরা ভারতের কাছে ভারতের কাছে ৩-১ ব্যবধানে সিরিজ খুয়িয়ে বসে। ফলে ধরমশালায় অনুষ্ঠিত সিরিজের পঞ্চম ম্যাচটি এক কথায় নিয়ম রক্ষার ম্যাচ হয়ে দাঁড়ায়। যদিও এই ম্যাচটি ভারতের রবিচন্দ্রন অশ্বিন এবং ইংল্যান্ডের জনি বেয়ারস্টোর ১০০তম টেস্ট ছিল। আর এই দুই ক্রিকেটারের ১০০ তম ম্যাচে অনন্য কীর্তি গড়লেন অ্যান্ডাসন।

৪১ বছর বয়সে জীবনের ৭০০ উইকেটের মাইল ফলক ছুয়ে ফেলেছেন তিনি। ধর্মশালায় ভারত আর ইংল্যান্ডের পঞ্চম টেস্ট ম্যাচে আন্ডারসন (Jimmy Anderson) কুলদীপ যাদবের উইকেট নিয়ে জীবনের ৭০০তম উইকেটের মাইলফলক ছুঁলেন। এর আগেও তিনি প্রথম পেস বোলার হিসেবে ৬০০তম উইকেট নিয়ে একটি রেকর্ড করেছিলেন। এখন আবার ৭০০তম উইকেট নিয়ে আরো একটি নতুন সাফল্যকে ছুঁলেন। যদিও এই তালিকায় সবার প্রথমে নাম রয়েছে শ্রীলংকার প্রাক্তন স্পিনার মুথাইয়া মুরলীধর তিনি ৮০০টি উইকেট নিয়েছেন। তারপরই রয়েছে অস্ট্রেলিয়ার প্রয়াত ক্রিকেটার শেন ওয়ার্নের নাম। যিনি ৭০৮টি উইকেট নিয়েছেন। আর বর্তমানে তৃতীয় স্থানের অধিকারী হয়েছেন ইংল্যান্ডের পেস বোলার আন্ডারসন (Jimmy Anderson)।

শীর্ষ স্থানাধিকারী দুজন বোলারই যেহেতু স্পিনার তাই বলাই যায় যে প্রথম পেস বোলার হিসেবে অ্যান্ডারসন (Jimmy Anderson) ৭০০ উইকেটের মাইল ফলক ছুঁয়েছেন। এছাড়াও ক্রিকেটের তিনটি ধারা অর্থাৎ টেস্ট ম্যাচ, ওয়ান ডে ক্রিকেট এবং টি টোয়েন্টি ম্যাচ মিলিয়ে তার মোট উইকেটের সংখ্যা দাঁড়িয়েছে ৯৮৫। আর মাত্র ১৫টা উইকেট নিতে পারলেই তিনি হাজারের মাইলফলক ছুঁতে পারবেন।

আরও পড়ুন 👉 Rohit Sharma New Record: ব্যাটিং, বোলিং ছাড়াও নতুন রেকর্ড করলেন রোহিত শর্মা, বিশ্বে আর কারো নেই

এছাড়াও তার কাছে রয়েছে শেন ওয়ার্নের রেকর্ড ভাঙার সুযোগ। শেন ওয়ার্ন টেস্ট ম্যাচে মোট ৭০৮টি উইকেট নিয়েছেন। অ্যান্ডারসন (Jimmy Anderson) মাত্র আটটি উইকেটে পিছিয়ে আছেন। এটা যদি তিনি জয় করতে পারেন তাহলে টেস্ট ম্যাচের সর্বাধিক উইকেট গ্রহণকারীর তালিকায় তার নাম আসবে দ্বিতীয় স্থানে।

টেস্ট ক্রিকেটে সর্বাধিক উইকেট গ্রহণের তালিকায় শীর্ষে রয়েছেন শ্রীলংকার স্পিনার মুথাইয়া মুরলীধরন, তিনি ৮০০টি উইকেট নিয়েছেন। দ্বিতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার শেন ওয়ার্ন, তিনি ৭০৮ টি উইকেট নিয়েছেন। তৃতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের অ্যান্ডার্সন (Jimmy Anderson), তিনি ৭০০টি উইকেট নিয়েছেন। চতুর্থ স্থানে রয়েছেন ভারতের অনিল কুম্বলে, তিনি ৬১৯ টি উইকেট নিয়েছেন এবং পঞ্চম স্থানে রয়েছেন ইংল্যান্ডের স্টুয়ার্ড ব্রড, তিনি ৬০৪টি উইকেট নিয়েছেন। ষষ্ঠ স্থানে রয়েছেন গ্লেন ম্যাগরা, তিনি ৫৬৩ টি উইকেট নিয়েছেন এবং সপ্তম স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার নাথান লিয়ন, ৫২৭টি উইকেট নিয়েছেন। এছাড়া ৫১৯ টি উইকেট নিয়ে কোরটলি ওয়ালস অষ্টম স্থানে ও ৫১১ টি উইকেট নিয়ে রবিচন্দ্রন অশ্বিন নবম স্থান অধিকার করেছেন।