Jio গ্রাহকদের জন্য খারাপ খবর, কমে গেল Jio-র গড় ডাউনলোড স্পিড

নিজস্ব প্রতিবেদন : ভারতের টেলিকম বাজারে টেলিকম সংস্থাগুলি গ্রাহকদের প্রতিদিন ১০০ mb থেকে আনলিমিটেড ডেটা ব্যবহারের সুবিধা দিয়ে থাকে। কিন্তু এই সুবিধা দেওয়ার চক্করে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ভারত দ্রুত গতির ডেটা পরিষেবা দেওয়া নিরিখে অনেকটাই পিছিয়ে পড়েছে। এমনকি এই ডেটা স্পিডে দেশের বৃহত্তম টেলিকম সংস্থা Reliance Jio বা Airtel-এরও শোচনীয় অবস্থা।

টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা TRAI-এর তরফ থেকে প্রতিমাসেই টেলিকম সংস্থাগুলির ডেটা স্পিডের একটি পরিসংখ্যান দিয়ে থাকে তাদের MySpeed Portal-এ। সেইমতো ডিসেম্বর মাসেরও ডেটা স্পিড সম্প্রতি প্রকাশ করা হয়েছে। সাম্প্রতিক রিপোর্ট থেকে জানা গিয়েছে, ভারতের টেলিকম সংস্থাগুলির আপলোড স্পিডের ক্ষেত্রে কিছুটা উন্নতি হলেও ডাউনলোড স্পিডের ক্ষেত্রে কোন উন্নতি হয়নি।

MySpeed Portal-এর সাম্প্রতিক রিপোর্ট থেকে জানা গিয়েছে দেশের বৃহত্তম টেলিকম সংস্থা Reliance Jio-র গড় ডাউনলোড স্পিড গত ডিসেম্বর মাসে আগের তুলনায় কমে গেছে। নভেম্বর মাসে যে ডাউনলোড স্পিড ছিল ২০.৮ মেগাবাইট প্রতি সেকেন্ড, তা ডিসেম্বর মাসে দাঁড়িয়েছে ২০.২ এমবিপিএস।

MySpeed Portal-এর রিপোর্ট থেকে জানা গিয়েছে ডিসেম্বর মাসে Vodafone-এর গড় ডাউনলোড স্পিড ছিল ৯.৮ এমবিপিএস। নভেম্বর মাস থেকে তারা এই ডাউনলোড স্পিড ধরে রেখেছে। অর্থাৎ তাদের কোনো অবনতি হয় নি।

একইভাবে Vodafone-এর পার্টনার সংস্থা Idea-র গড় ডাউনলোড স্পিড ডিসেম্বর মাসে সামান্য বেড়েছে। নভেম্বর মাসে তাদের গড় ডাউনলোড স্পিড ছিল ৮.৮ এমবিপিএস, যা ডিসেম্বর মাসে হয়েছে ৮.৯ এমবিপিএস।

MySpeed Portal-এর রিপোর্ট অনুযায়ী Airtel-এরও গড় ডাউনলোড স্পিড কমে গেছে ডিসেম্বর মাসে। নভেম্বর মাসে তাদের গড় ডাউনলোড স্পিড ছিল ৮ এমবিপিএস। ডিসেম্বর মাসে সেই গড় ডাউনলোড স্পিড কমে দাঁড়ায় ৭.৮ এমবিপিএস।