Jio 5G New Rule: সস্তায় জিও আনলিমিটেড 5G-র দিন শেষ! নিয়মে বদল, এবার চিন্তায় গ্রাহকরা, খসবে প্রচুর টাকা

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : ৩ জুলাই অর্থাৎ বুধবার থেকে দামি হয়ে গেল Jio। বুধবার থেকে জিওর প্রত্যেকটি রিচার্জ প্ল্যানের দাম আগের তুলনায় অনেকটাই বেড়ে গিয়েছে। কোন কোন রিচার্জ প্ল্যানের দাম ১২.৫% বেড়েছে তো আবার কোন কোন রিচার্জ প্ল্যানের দাম বেড়েছে ২৫ শতাংশ। তবে এখানেই শেষ নয়, এর পাশাপাশি এবার আনলিমিটেড 5G ব্যবহারের ক্ষেত্রেও নতুন নিয়ম (Jio 5G New Rule) জারি করা হলো। যে নতুন নিয়ম জারি করা হয়েছে সেই নতুন নিয়ম অনুযায়ী এবার 5G ব্যবহার করতে হলে প্রচুর টাকা ঢালতে হবে।

5G পরিষেবা চালু হওয়ার পর থেকে এখনো পর্যন্ত জিও আলাদা করে কোন প্ল্যান লঞ্চ না করে গ্রাহকদের একপ্রকার 4G রিচার্জ প্ল্যানের সঙ্গেই বিনামূল্যে 5G পরিষেবা দিয়ে আসছিল। যে কারণে বহু গ্রাহকরা রয়েছেন যারা এতদিন পর্যন্ত ৩৯৫ টাকা অথবা ১৫৫৯ টাকা রিচার্জ করে আনলিমিটেড 5G পরিষেবা পেয়ে বেশ আনন্দ উপভোগ করছিলেন। কিন্তু এবার সেই গুড়ে বালি।

এমনিতেই সংস্থার তরফ থেকে ৩৯৫ টাকার রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধি করে করা হয়েছে ৪৭৯ টাকা এবং ১৫৫৯ টাকার রিচার্জ প্ল্যানটির দাম বৃদ্ধি করে করা হয়েছে ১৮৯৯ টাকা। দাম বৃদ্ধি করা হলেও সুবিধা বাড়ানো হয়নি। এছাড়াও এই দুটি রিচার্জ প্ল্যান করে আগে যেখানে গ্রাহকরা আনলিমিটেড True5G পরিসেবা পাচ্ছিলেন তা আর পাবেন না। এই দুটি রিচার্জ প্ল্যান করলে এবার লিমিটেড পরিষেবা পাওয়া যাবে।

আরও পড়ুন 👉 BSNL Cheaper Recharge Plan: দরকার নেই Jio, Airtel, Vi-এর! এবার হেসেখেলে ইন্টারনেট, কল হবে BSNL-এর এই সস্তার প্ল্যানে

ওই দুটি রিচার্জ প্ল্যানের সঙ্গে 5G পরিষেবা দেওয়ার নিয়মে পরিবর্তন অর্থাৎ ওই দুটি রিচার্জ প্ল্যান থেকে 5G পরিষেবা তুলে দেওয়ার পাশাপাশি জিও আরও বেশ কিছু ক্ষেত্রে পরিবর্তন এনেছে। কেননা এবার জিও গ্রাহকদের কাছে 5G হ্যান্ডসেট থাকলেও সবাই কিন্তু আর আনলিমিটেড 5G পরিষেবা উপভোগ করতে পারবেন না। এবার যদি গ্রাহকরা 5G পরিষেবা পেতে চান তাহলে তাদের অনেকটাই বেশি খরচ করতে হবে।

সংস্থার ওয়েবসাইট এবং MyJio অ্যাপের মধ্যে যে সকল তথ্য দেখতে পাওয়া যাচ্ছে তাতে এখন গ্রাহকরা কোন ১.৫ জিবি ডেটা প্ল্যানের রিচার্জ করলেও 5G পরিষেবা উপভোগ করতে পারবেন না। এবার যদি কোন গ্রাহক 5G পরিষেবা উপভোগ করতে চান তাহলে তাকে অন্ততপক্ষে যে কোন একটি প্রতিদিন 2Gb ডেটা দেয় এমন প্ল্যান রিচার্জ করতে হবে। এক্ষেত্রে ২৮ দিনের সবচেয়ে কম যে প্ল্যানটি রয়েছে সেটি হল ৩৪৯ টাকা।