Jio EID Offer: ইদের উৎসবে গ্রাহকদের মুখে চওড়া হবে হাসি! জিওর প্ল্যানে এলো বড় চমক

এই ডিজিটাল যুগে আট থেকে আশি সকলের হাতেই স্মার্ট ফোন রয়েছে। আর হাতে স্মার্ট ফোন থাকলেই তাতে ইন্টারনেট পরিষেবার সুবিধা থাকবেই। গ্রাহকদের সুবিধার্থে নিত্যনতুন সস্তার রিচার্জ প্ল্যান হাজির করে স্বস্তি দেয় মুকেশ আম্বানির সংস্থা জিও। ইদের শুরুতে তাই আবারও গ্রাহকদের মুখে হাসি ফোটাতে বিরাট সুখবর নিয়ে এলো জিও। জিওর ৯৮ দিনের একটি রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে গ্রাহকদের ইন্টারনেট এর চাহিদা পূরণ করতে। কোটি কোটি গ্রাহকদের সুবিধার জন্য অতিরিক্ত দিনের ভ্যালিডিটি এবং অধিক মাত্রার ডেটার সুবিধা দেবে জিওর এই বিশেষ প্ল্যানটি।

গ্রাহকরা ৯৮ দিনের এই রিচার্জ প্ল্যানে কী কী সুবিধা পাবেন জেনে নিন:

আরও পড়ুন: Acer Smartphone: এসার স্মার্ট ফোনের দিকে ঝুঁকছে! কবে লঞ্চ হচ্ছে দেশে?

প্রথমত, এই প্ল্যানটি পাওয়া যাচ্ছে অনেক সস্তায়। মাত্র ৯৯৯ টাকার বিনিময়ে মিলবে এই দুর্দান্ত প্ল্যানটি যাতে ৯৮ দিনের ভ্যালিডিটি পাবেন গ্রাহকরা। 2GB করে হাইস্পিড ডেটা পাওয়া যাবে রোজ। একইসাথে যেকোন নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং এর বিশেষ সুবিধা মিলবে তাছাড়া প্রতিদিন ১০০ টি করে ফ্রি মেসেজ উপভোগ করতে পারবেন গ্রাহকরা। আপনার 5G ফোন থাকলে সেক্ষেত্রে আনলিমিটেড ডেটার সুবিধাও মিলবে। শুধু এতেই সীমিত নয়। বাড়তি সুবিধা জোগাতে জিও টিভি এবং জিও এ আই ক্লাউড এর সুবিধা পাবেন গ্রাহকরা। যেসব গ্রাহকদের সারাদিন ফোন বা ল্যাপটপেই কাজ তাদের প্রয়োজন প্রচুর ডেটা এবং কলিং তাই তাদের জন্য এই প্ল্যান কিন্ত একবারে সেরা।

অন্যদিকে IPL ভক্তদের জন্য রয়েছে এক বিরাট চমক। ইতিমধ্যেই IPL জুড়ে আনন্দে মেতেছে গোটা বিশ্ব। এই মরসুমেই জিও যোগ করেছে আরও আনন্দ। তারা গ্রাহকদের জন্য নিয়ে এসেছে জিও হটস্টার ফ্রি সাবক্রিপশন। হ্যাঁ এটাই সত্যি। এখন থেকে একবারে সস্তার রিচার্জ প্ল্যানে আপনি IPL-এর সমস্ত ম্যাচ 4K কোয়ালিটিতে উপভোগ করতে পারবেন। মন মাতানো IPL দেখার জন্য জিও হটস্টার এর ফ্রি সাবস্ক্রিপশন মিলছে বেশকিছু সস্তার রিচার্জ প্ল্যানের সঙ্গে। নীচের তালিকাটি দেখে নিন

1.২৯৯ টাকার রিচার্জ প্ল্যানে ২৮ দিনের জন্য প্রতিদিন 1.5 GB করে ডেটার সুবিধার সাথে মিলবে ৯০ দিনের জিও হটস্টার সাবস্ক্রিপশন।

2.৩৪৯ টাকার সস্তার রিচার্জ প্ল্যান আপনাকে ২৮ দিনের জন্য প্রতিদিন 2GB করে ডেটার পাশাপাশি দেবে ৯০ দিনের জিও হটস্টার সাবস্ক্রিপশন।

3.৮৯৯ টাকা রিচার্জ প্ল্যান ৮৪ দিনের জন্য প্রতিদিন 2GB করে ডেটার সুবিধার সাথে গ্রাহকরা উপভোগ করতে পারবেন ৯০ দিনের জিও হটস্টার সাবস্ক্রিপশন।

4.৯৯৯ টাকার রিচার্জ প্ল্যানে ৯৮ দিনের জন্য প্রতিদিন 2GB করে ডেটার সাথে মিলবে ৯০ দিনের জিও হটস্টার সাবস্ক্রিপশন।

একইসাথে গ্রাহক জিও টিভি ও জিও এআই ক্লাউড স্টোরেজের সুবিধা পাবেন, যেখানে আপনার ব্যক্তিগত প্রয়োজনীয় ফাইল সংরক্ষণ করে রাখতে পারেন এবং সময় বিশেষে ব্যবহার করতে পারবেন।