Jio Offer: জিও গ্রাহকদের জন্য নতুন অফার, বিনামূল্যে মিলবে সুপারফাস্ট ইন্টারনেট সহ OTT অ্যাক্সেস

Jio Offer: ভারতীয় মোবাইল সংস্থাগুলির মধ্যে অন্যতম এক উচ্চপদস্থ মোবাইল নেটওয়ার্ক পরিষেবা হল জিও। প্রথম থেকেই এই জিও রিলায়েন্স সংস্থা গ্রাহকদের নিজের দখলে আনতে প্রদান করছে নানান অফার। তেমনি আবারও জিও গ্রাহকদের জন্য দুর্দান্ত এক অফারের ঘোষনা করলো জিও রিলায়েন্স সংস্থা। কোন কোন গ্রাহকরা পাবে এই সুবিধা? এই অফারের নামই বা কি? কি কি সুবিধা মিলবে এই অফারে? না জানলেই হবে বিরাট লস। তাই জিও গ্রাহক হয়ে থাকলে অবশ্যই প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ুন।

সম্প্রতি জিওর চালু করা এই অফারটির নাম হলো জিরো রিস্ক ট্রায়াল (Jio Offer)। এই অফারে জিওগ্রাহকরা পাবে বিনামূল্যে টিভি চ্যানেল, ওটিটি অ্যাক্সেস সহ সুপারফাস্ট ইন্টারনেট উপভোগ করার সুবিধা। মূলত জিওর নতুন গ্রাহক এবং বিদ্যমান গ্রাহকরা এই আকর্ষণীয় অফার গ্রহণ করতে পারবেন। কত দিনের জন্য পাওয়া যাবে এই ট্রায়ালের সুবিধা? কি কি সুবিধা রয়েছে এই ট্রায়াল অফারে?

সংস্থা সূত্রে খবর জিওর চালু হওয়া এই ট্রায়াল অফারটি উপভোগ করতে পারবেন ৫০ দিন। এই আকর্ষণীয় অফার গ্রহণকারী গ্রাহকরা এই ট্রায়াল অফারে যে যে সুবিধাগুলি পাবেন তা হল বিনা খরচে রাউটার, সেটটপ বক্স, ইনস্টলেশন, জিও ফাইবার এবং এয়ার ফাইবার ও ইন্টারনেট পরিষেবা। পাশাপাশি এই অফারে মিলবে ৮০০টিরও বেশি টিভি চ্যানেল সাবস্ক্রিপশন। জি ফাইভ, ডিজনি+ হটস্টার সোনিলিভ সহ আরো বেশ কিছু ওটিটি চ্যানেলের সাবস্ক্রিপশন। কিভাবে অফার গ্রহণ করতে পারবেন গ্রাহকরা?

আরও পড়ুন: স্তন ক্যান্সারকে আর নয় ভয়, প্রতিকারের পথ দেখালো বিশ্বভারতী

জিওর এই আকর্ষণীয় অফার গ্রহণকারী ব্যক্তি যদি নতুন হয় সেক্ষেত্রে এই ট্রায়াল অফার (Jio Offer) উপভোগ করার জন্য ১২৩৪ টাকা ফেরতযোগ্য অর্থ প্রদান করতে হবে। তবে পরবর্তীতে এই প্ল্যান চালু রাখলে ভবিষ্যতে রিচার্জের জন্য ১২৩৪ টাকা ফেরত পাঠানো হবে গ্রাহককে। অন্যদিকে যদি জিওর বিদ্যমান গ্রাহক এই অফারটি গ্রহণ করতে চান সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপের ৬০০০৮ ৬০০০৮ এই নম্বরে ট্রায়াল শব্দটি লিখে অফারটি গ্রহণ করতে পারেন। সক্রিয় হয়ে গেলেই বিনা খরচে ট্রায়াল অফার উপভোগ করতে পারবেন গ্রাহকরা। শেষ কত তারিখ পর্যন্ত উপলব্ধ রয়েছে এই অফার? এই অফারের পরে জিও কি কি এয়ার ফাইবার প্ল্যান অফার করে?

খবর অনুযায়ী জিও রিলায়েন্স সংস্থার এই ট্রায়াল অফার (Jio Offer) উপলব্ধ থাকবে ২০২৫ সালের ২৮শে ফেব্রুয়ারি পর্যন্ত। তাই ৫০ দিনের জন্য বিনামূল্যে কেউ দুর্দান্ত সুবিধা উপভোগ করতে চাইলে কয়েক দিনের মধ্যেই অফার গ্রহণ করুন। তবে এই আকর্ষণীয় অফারের পরে জিও তরফে যে এয়ার ফাইবার প্ল্যান অফার করা হয় সেগুলো হল ৫৯৯ টাকার প্ল্যান ও ১৪৯৯ টাকার প্ল্যান। এখানে ৩০ দিনের মেয়াদে ৫৯৯ টাকার প্ল্যানে মিলবে ৩০ এমবিপিএস গতিযুক্ত ১০০০ জিবি ডেটা, ৮০০টিরও বেশি টিভি চ্যানেল এবং ডিসনি প্লাস হটস্টার, সোনিলিভ, সান নেক্সট, জি৫ সহ বেশ কিছু ওটিটি অ্যাক্সেস। অন্যদিকে ৩০ দিনের বৈধতায় ১৪৯৯ টাকার প্ল্যানে মিলবে ৩০mbps গতি যুক্ত ১০০০ জিবি ডেটা সাথে ৮০০টির বেশি টিভি চ্যানেল এবং নেটফ্লিক্স, ডিজনি প্লাস হটস্টার, youtube প্রিমিয়াম, প্রাইম ভিডিও সহ বেশ কিছু ওটিটি অ্যাক্সেস।